ভারতীয় রেলের টেকনিশিয়ানের শূন্যপদ বেড়ে হল ৬০ হাজার, প্রথম পর্বের পরীক্ষা ৯ আগষ্ট,পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ লক্ষ
নিজস্ব প্রতিনিধি : ভারতীয় রেল এবার এক ধাক্কায় কয়েক হাজার শূন্যপদে লোক নিতে চলেছে। শূন্যপদের সংখ্যা আরও বাড়ানো হয়েছে জানা গেছে।ভারতীয় রেলওয়ে, সহকারী লোকো-পাইলট এবং টেকনিশিয়ান হিসেবে নিয়োগের জন্য শূন্যপদের সংখ্যা ২৬ হাজার ৫ শো ২ থেকে দ্বিগুণের বেশি বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে।
রেলমন্ত্রী পীযুস গোয়েল জানিয়েছেন, এরফলে রেলের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এবছর ফেব্রয়ারি মাসে রেলওয়ে রিক্রূটমেন্ট বোর্ড ওই দুই পদে ২৬ হাজার ৫০২ জন নিয়োগের কথা ঘোষণা করায় ৪৭ লক্ষ কর্মপ্রার্থী আবেদন করেছিল। চলতি মাসের ৯ তারিখ প্রথম পর্বের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়ার দিন ধার্য করা হয়েছে। রিক্রূটমেন্ট বোর্ড জানিয়েছে, বেশিরভাগ কর্মপ্রার্থীকে তাদের নিজের শহর অথবা কাছের শহরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।