দেশ 

গান্ধী হত্যাকারী নাথুরাম গডসেকে ফের ‘দেশভক্ত’ বলে বির্তকিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গডসেকে দেশভক্ত বলে সমালোচনার মুখে পড়েছিলেন ভূপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত প্রজ্ঞার আচরণে ব্যাথিত বলে মন্তব্য করেছিলেন । মাত্র এক বছর আগের ঘটনা ।এর পরিপ্রেক্ষিতে প্রজ্ঞা ক্ষমা চেয়েছিলেন ।  কিন্ত গত রবিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ‘গডসে জ্ঞানশালা’ নামে এক লাইব্রেরি উদ্বোধন করেন সাংসদ প্রজ্ঞা ঠাকুর । আর একে ঘিরেই বির্তক দানা বাধে । সমালোচনার মুখে গতকাল মঙ্গলবারই বিজেপি সরকার ওই লাইব্রেরিকে বনধ্ করে দেয় ।

এই প্রেক্ষাপটে আজ বুধবার সকালে কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং টুইট করে ক্ষোভ উগরে দিয়ে জানান, নাথুরামকে মহিমান্বিত করার চেষ্টা করছেন যাঁরা, তাঁদের লজ্জা হওয়া উচিত। সেই টুইটেরই পালটা দিতে গিয়ে সাধ্বী ঘুরিয়ে গডসেকে দেশপ্রেমিক বলে অভিহিত করেন।

Advertisement

এদিন দিগ্বিজয়ের টুইটের প্রতিক্রিয়া দিতে গিয়ে সাধ্বী লিখেছেন, ‘‘দেখুন, কংগ্রেস বরাবরই দেশভক্তদের গালাগালি দিয়েছে। উনি আগে ‘গেরুয়া সন্ত্রাসের’ কথাও বলেছেন। এর থেকে খারাপ আর কী হতে পারে?’’ প্রসঙ্গত, এর আগে সংসদে নাথুরামকে ‘দেশভক্ত’ বলে বিতর্কে জড়িয়েছিলেন সাধ্বী। পরিস্থিতি এমন দিকে গড়ায়, ক্ষমা চাইতে বাধ্য হন নেত্রী।

বুধবার দিগ্বিজয় সিং তাঁর টুইটে লেখেন, ‘‘মহামান্য মদনমোহন মালব্যজি, যিনি মহাত্মা গান্ধীর সঙ্গী ও অনুগত ছিলেন, তিনিই হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা। তিনি সর্বভারতীয় কংগ্রেসের তিনবারের সভাপতিও। আর আজ হিন্দু মহাসভার সদস্যরা মহাত্মা গান্ধীর খুনি নাথুরামের প্রশস্তি গাইছে! কিছু তো লজ্জা থাকা উচিত। এর পিছনে কার লুকনো অ্যাজেন্ডা রয়েছে?’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × four =