দেশ 

জাতীয় পঞ্জি থেকে নাম বাদ গেছে নেতাজির আজাদ হিন্দ বাহিনীর জওয়ানের স্ত্রীর

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অসমের জাতীয় নাগরিক পঞ্জি থেকে এমন সব নাম বাদ গেছে যা দেখে চমকে উঠতে হয়। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন এমন স্বনামধন্য ব্যক্তিদের পরিবারের নাম তালিকায় নেই। এমন বহু পরিবারের নামের সঙ্গে বাদ পড়েছে এমন একটা্ নাম যা দেশবাসীকে লজ্জায় ফেলে দিয়েছে। এবার সমানে এসেছে আজ়াদ হিন্দ ফৌজের জওয়ানের পরিবারের সদস্যসের নাম। নেতাজির আজ়াদ হিন্দ ফৌজের জওয়ান ছিলেন পূর্ণ বাহাদুর ছেত্রী।তিনি ১৯৪২ সালে নেতাজির আজ়াদ হিন্দ  ফৌজে যোগ দিতে রেঙ্গুন গিয়েছিলেন। বাহিনীর একজন সদস্য হিসেবে অন্য সেনানীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। এরপর দেশ স্বাধীন হলে ফিরে আসেন।অসমের পাহাড়পুরে সংসার বাঁধেন। ১৯৬৭ সালে ওই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে গত ৩০ জুলাই প্রকাশিত হয়েছে অসমের জাতীয় নাগরিক পঞ্জির দ্বিতীয় ও চূড়ান্ত খসড়া।এই তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ মানুষ। সেই বাদ পড়ার তালিকায়  রয়েছেন স্বাধীনতা সংগ্রামী পূর্ণ বাহাদুর ছেত্রীর পরিবারের সদস্যদের নামও। এবিষয়ে  পূর্ণ বাহাদুর ছেত্রীর স্ত্রী পূর্ণমায়া ছেত্রী বলেন, “সমস্ত রকম নথিপত্র জমা দিয়েছি। সবার নাম উঠল আর আমাদের নাম উঠল না।” একজন স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীর নাম বাদ দেওয়ার ঘটনায় স্পষ্ট হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি তৈরির দায়িত্বে যাঁরা ছিলেন তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি । তা না হলে একজন স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী বাদ যেতে পারে না।

Advertisement

 

 


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =