কলকাতা 

এনআরসি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে রাজ্য বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব পাশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অসমের জাতীয় নাগরিক পঞ্জি থেকে ৪০ লক্ষ লোকের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন। বিজেপি বিরোধী সব দলই এই নাগরিক পঞ্জির বিরোধিতায় মুখর হয়ে উঠেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের নাম বাদ যাওয়া নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। সেই আমাদের রাজ্যের বিধানসভায় প্রধান দুই বিরোধী দলও একত্রে অসমের ঘটনা তীব্র নিন্দা করেছে। একই সঙ্গে আজ বিধানসভায় এই বিষয়ে সর্বদলীয় প্রস্তাব পাশ হল। এনসিআর বা নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে মঙ্গলবার এই প্রস্তাব পেশ করেন শিক্ষামন্ত্রী তথা বিধানসভায় পরিষদীয় মন্ত্রী নেতা পার্থ চট্টোপাধ্যায়। বামফ্রন্ট এবং কংগ্রেস বিধায়করাও এই প্রস্তাবে সম্মতি জানানোয় সর্বদলীয় ভাবেই তা পাশ হয়ে যায়।

অসমে নাগরিকপঞ্জি প্রকাশের পর সারা দেশ জুড়েই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে নাগরিকত্বের তালিকা থেকে ৪০ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়ায় সমালোচনায় সরব হয়েছে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন দিল্লি গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, এক সঙ্গে এত মানুষ কী ভাবে বিদেশি হয়ে যেতে পারে? এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এ রাজ্যের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ জোরের সঙ্গে দাবি করেছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একই ভাবে নাগরিকপঞ্জি তৈরি করা হবে।যদিও মঙ্গলবার বিধানসভার অসম প্রস্তাবে আলোচনায় অংশ নেননি বিজেপির কোনো বিধায়ক। এ দিন দলের দুই বিধায়কই বিধানসভায় অনুপস্থিত ছিলেন।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 + fifteen =