কলকাতা 

কোচবিহারের দুই কিশোরীর অনাহারে বা অপুষ্টিতে মৃত্যু হয়নি বিধানসভায় দাবি করলেন চন্দ্রিমা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কোচবিহারের মেখলিগঞ্জে অপুষ্টি ও অনাহারে দুই বোনের মৃত্যুর অভিযোগ রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গ তুলে, সর্বদলীয় কমিটি গড়ে ঘটনার তদন্তের প্রস্তাব দেন। জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দুই কিশোরী, রূপালী ও সুস্মিতা বর্মনের মৃত্যুতে তদন্ত করা হয়েছে। অনাহারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাদের শরীরে অন্য রোগ ছিল। একই কারণে পরিবারের আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দিনমজুর বিজয় বর্মনের চার মেয়ের মধ্যে ১৬ বছরের সুস্মিতা বর্মন, গত শনিবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের কথা না শুনে বিজয় বর্মন, মেয়েকে বাড়িতে নিয়ে যান। এরপরই সে মারা যায়। গতকাল একইভাবে মৃত্যু হয় তাঁর বোন রূপালির। এরপরই স্থানীয় মানুষ দেখেন, ঐ বাড়ির সকলেই অসুস্থ। অনাহার ও অপুষ্টিতে ভুগেই এই ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ। তাঁদের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

অন্যদিকে বীরভূমের ময়ূরেশ্বরে লক্ষী মূর্মূ নামে একজন আদিবাসী পাঁচ দিন অনাহারে রয়েছেন বলে বিরোধীদের তোলা অভিযোগের প্রেক্ষিতে কৃষিমন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারের তরফে ইতিমধ্যেই তাঁর জন্যে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছবি : ফাইল চিত্র


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + three =