দেশ 

অসমের নাগরিক পঞ্জি ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন রাহুল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অসমে প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে দেশ জুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে । খোদ অসমের বাঙালিরা নাগরিক মঞ্চ গঠন করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ইস্যুতে আজ লোকসভা ও রাজ্যসভায় তীব্র হইচই হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের সব দলের নেতারা এ নিয়ে মুখ খুলেছেন। এই বিতর্কে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। বিজেপি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধান করার ডাক দিয়েছেন রাহুল।
সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে অসম সরকার নাগরিকপঞ্জি তৈরি করেছে। তবে তাতে ফাঁক থেকে গিয়েছে বলে অনেকে মনে করছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ ফেসবুক এবং ট্যুইটারে বলেছেন, ১৯৮৫ সালের অসম চুক্তি মোতাবেক নাগরিকপঞ্জি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংই। তবে বর্তমান বিজেপি সরকার যেভাবে এই নাগরিক পঞ্জি তৈরি করেছে তা অনভিপ্রেত।
রাহুলের মতে, ১২০০ কোটি টাকা খরচ করে সমীক্ষা,করার  পর বিজেপি  সরকার যে এত খারাপ কাজ করবে তা কল্পনা বাইরে। এই সমস্যার সমাধান সরকারকেই করতে হবে বলে দাবি করেছেন রাহুল। পাশাপাশি কংগ্রেস কর্মীদের রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন। দল-মত-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 + nine =