কলকাতা 

ক্ষমতায় এলে ভিনদেশীদের বাংলা ছাড়ার হুংকার দিলীপের, ক্ষমতায় আসার স্বপ্ন কোনদিন পূরণ হবে না, ফিরহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সোমবার অসমের জাতীয় নাগরিক পঞ্জি থেকে ৪০ লক্ষ নাম বাদ পড়া প্রসঙ্গে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রকারান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই হুঁশিয়ারি দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ভিনদেশিদের এভাবেই তাড়াবেন তাঁরা। সেইসঙ্গে সাবধান করলেন তাঁদের, যাঁরা বিজেপির কর্মসূচিতে বাধা দেবেন। তাঁদেরকেও গলা ধাক্কা দিয়ে বাংলা থেকে বের করে দেবেন বলে বিজেপি-র রাজ্য সভাপতি হুশিয়ারি দেন।
উল্লেখ্য,অসমে জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতা করে কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন। উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসব আসলে বিজেপির নির্বাচনী গেমপ্ল্যান। মুখ্যমন্ত্রীর সেই অভিযোগকে খণ্ডন করে পাল্টা বার্তা দিলেন দিলীপ ঘোষ।
তারপরই বাংলায় ক্ষমতায় আসার ভবিষ্যদ্বাণী করে ভিনদেশিদের গলা-ধাক্কার বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি। আর দিলীপকে পাল্টা তোপ দিলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, দিলীপ ঘোষেদের বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন কোনওদিন পূরণ হবে না। আর গলাধাক্কা দেওয়ার আশাও দুরাশা হয়ে রয়ে যাবে। বিজেপি সভাপতি তাঁর এই মন্তব্যে বিজেপি-র আসল চেহারা প্রকাশ্য এসে গেল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen + 1 =