প্রচ্ছদ 

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই , পরবর্তী টেট ৩১ জানুয়ারি ; শিক্ষকদের নিজ জেলায় বদলী প্রক্রিয়া শেষ পর্যায়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য উত্তীর্ণ টেট প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে বুধবার । ১০ থেকে ১৭ জানুয়ারির মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা হবে । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একথা সাংবাদিকদের জানিয়েছেন । তিনি বলেন, ‘‘প্রাথমিকের ১৬ হাজার ৫০০ শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে। আগামী কাল বুধবার প্রাথমিক শিক্ষা সংসদ এ বিষয়ে নিয়োগ সংক্রান্ত নোটিস জারি করবে। ওই শূন্য পদে ইন্টারভিউ হবে আগামী বছর ১০ থেকে ১৭ জানুয়ারির মধ্যে। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই দ্রুত প্যানেল তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।’’

একই সঙ্গে মঙ্গলবার মমতা ঘোষণা করেন, ‘‘তৃতীয় টেট পরীক্ষা ৩১ জানুয়ারি নেওয়া হবে। ওই পরীক্ষাটি হবে অফলাইনে। এতে প্রায় ২.৫ লক্ষ পরীক্ষার্থী রয়েছে।’’ উল্লেখ্য, গত ১১ নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন মমতা। তখন বলেছিলেন, ‘‘২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট পরীক্ষার পর ইন্টারভিউ হয়। এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।’’

Advertisement
প্রাথমিক ও উচ্চ-প্রাথমিকে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের দাবি মতো নিজের জেলায় স্থানান্তরিত করা হয়েছে বলেও মঙ্গলবার মমতা জানান। বলেন, ‘‘৭ মাস আগে ১০ হাজার ১৬৩ জন প্রাথমিক শিক্ষক নিজের জেলায় বদলি চেয়েছিলেন। তার মধ্যে ৬ হাজার ৪৬৬ জনকে বদলি করা হয়েছে। এ ছাড়া মাধ্যমিক স্তরের ৫ হাজার ৫০২ জন আবেদন করেছিলেন বদলির জন্য। তার মধ্যে ৩ হাজার ৮৫২ জনকে বদলি করা হয়েছে। মিউচুয়াল বদলি চেয়েছিলেন ৪ হাজার ৫৯৪ জন। ৪ হাজার ৪৯০টি আবেদন গৃহীত হয়েছে। ৯৮ শতাংশ আবেদন অনুমোদন দিয়েছে সরকার।’’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × four =