দেশ 

সেনাবাহিনীতে তিন দশক কাজ করেও নাগরিক পঞ্জি থেকে নাম বাদ গেল আজমলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : জাতীয় নাগরিক পঞ্জি থেকে নাম বাদ গেল আজমল হকের। সেনাবাহিনীতে কাজ করা সত্ত্বে তাঁকে নাগরিক হিসেবে প্রমান পত্র পেশের জন্য বার্তা দিয়েছিল ফরেন ট্রাইবুনাল ।  দেশের জন্য একটানা ত্রিশ বছর কাজ করার পরও প্রমাণ দিতে হবে, তিনি ভারতীয় নাগরিক কিনা ! তবু সরকারি নির্দেশ মেনে কাগজপত্র জমা দিয়েছিলেন। কিন্তু সোমবার ওয়েবসাইটে জাতীয় নাগরিক পঞ্জি  খুলে  তিনি দেখলেন ২ কোটি ৮৯লক্ষের মধ্যে তাঁর নাম নেই। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর সেনাবাহিনী থেকে অবসর নেন সরাসরি যুদ্ধেক্ষেত্রে লড়াই না করলেও তিনি ছিলেন সেনাবাহিনীর টেকনিক্যাল স্টাফ।

অসমের এক স্থানীয় সংবাদ মাধ্যমকে  তিনি জানিয়েছেন, ‘‘ ছ’মাসের সেনাবাহিনীর ট্রেনিং নেওয়ার পর, আমি বাহিনীর বিভিন্ন জায়গায় টেকনিক্যাল স্টাফ হিসাবে কাজ করি। পঞ্জাবের এলওসিতে, ইন্দো-চিন সীমান্তে, লক্ষ্মৌ কোটা এবং দীর্ঘ সময় ধরে সেকেন্দ্রাবাদের কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্টে।’’ সেনাবাহিনীর কমপিউটার এবং নেটওয়ার্কিং-টিমের সঙ্গেও কাজ করছেন তিনি। চাকরির শেষের দিকে তিনি সেকেন্দ্রাবাদের ট্রেনিংও দিতেন।  কিন্ত দেশের জন্য তাঁর এই কাজের কোনই স্বীকৃতি দিল না সরকার। বরং তাঁর নাম নাগরিক পঞ্জি থেকে বাদ দিয়ে উদ্বাস্তু করা হল ।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 5 =