দেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে মোবাইল চোর সন্দেহে পুলিশের সামনেই পিটিয়ে খুন যুবককে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্ট গণপিটুনি মামলায় যতই বলুক না কেন জনগণ আইন ‍নিজের হাতে তুলে নিতে পারে না । কিন্ত তাতে কোন ভ্রূক্ষেপ নেই রাজ্য ও কেন্দ্র সরকারের । অসহায়ের উপর আক্রমন চলছেই । গত শনিবার রাতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাতের দাহোদে চোর সন্দেহে ২২ বছরের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের এক বন্ধুর ওপরেও হামলা চালিয়েছে উন্মত্ত জনতা। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

বিশেষ সূত্রে জানা গেছে, পুলিশের সামনেই মারধরের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, তারা দুজনকে বাঁচানোর চেষ্টা করেছে।তা সত্ত্বে মারধোরের ঘটনা বন্ধ করতে পারেনি গুজরাত পুলিশ । পুলিশের চোখের সামনেই গণপিটুনিতে আজমল বাহোনিয়া ঘটনাস্থলেই মারা যায়। অপর যুবক ভারু মাথুরকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ অবশ্য এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে , হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে । এই ঘটনায় পুলিশের দাবি, মৃত আজমল বাহোনিয়ার বিরুদ্ধে চুরির ৩২ টি অভিযোগ ছিল। পুলিশের বয়ান অনুযায়ী, মোবাইল চোর সন্দেহে দুজনকে গণপ্রহার দেওয়া হয়।পুলিশ জানিয়েছে আদিবাসী অধ্যুষিত দাহোদে শনিবার রাতে জনা কুড়ি লোক জড়ো হয়ে এই হামলা চালায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + 15 =