দেশ 

কেন্দ্রের বিজেপি সরকার দলিতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি করলেন এনডিএ শরীক , এবার কী আরেক শরীক বিচ্ছেদের পথে বিজেপি?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন বিজেপি-র বন্ধু বিচ্ছেদ হয়ে যাচ্ছে । চন্দ্রবাবু নাইডু বিজেপিকে ত্যাগ করার পর শিবসেনা ক্রমাগত হুমকি দিয়ে চলেছে। শিবসেনা সিদ্ধান্ত নিয়েছে আগামী লোকসভা নির্বাচনে তারা একা লড়াই করবে। এরপরেই আজ বিজেপি-র শরীক লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাশোয়ান তীব্র ভাষায় বিজেপিকে এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করেছেন।

তিনি স্পষ্ট বলেছেন, কেন্দ্র সরকার দলিতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আরও বলেছেন, ৭ আগষ্ট মধ্যেই যদি তপশিলী জাতি-উপজাতি আইনের পুরনো নিয়ম ফেরাতে হবে, প্রয়োজনে চলতি লোকসভা অধিবেশনেই তা পাশ করতে হবে । যদি পাশ না হয় তাহলে ৯ আগষ্ট বিশাল দলিত সমাবেশ হবে। তিনি আরও বলেন, মোদী সরকারের উপর আর ভরসা করতে পারছেন না মানুষ,দেশবাসী ধৈর্য হারিয়ে ফেলেছেন।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাশ পাশোয়ানের পুত্র চিরাগ পাশোয়ান এদিন বলেছেন, আগামী লোকসভা নির্বাচন মানুষই এর জবাব দেবে। পাশোয়ান পুত্রের এই বক্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে কী এবার লোক জনশক্তিও এনডিএ ছাড়ছে ! এটাই এখন জাতীয় রাজনীতিতে এখন চর্চার বিষয় হয়ে উঠেছে সেটাই। লোক জনশক্তি পার্টির সুপ্রিমো রামবিলাস পাসোয়ানের এমন ট্র্যাক রেকর্ড আছেই। তাঁরা এই এনডিএ-র সঙ্গে তো পরক্ষণেই ইউপিএ-র সঙ্গে। এই করেই ‘৯৬ সালের পর থেকে পাঁচটি সরকারে তাঁরা শরিক হয়েছে।

 

 

 

 

“মাওবাদীদের একটা অংশকে নিয়ে এ


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 5 =