জেলা 

জামিন পেলেন না বিজেপি নেতা শুভেন্দু,ফের ১৪ দিনের জেল হেফাজতে পাঠালেন বিচারক, জেলাজুড়ে আন্দোলনে বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকারকে গতকাল গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। এর আগে, প্রথমে তিন এবং পরে ছয় দিন মিলিয়ে মোট নয় দিন পুলিশ হেপাজতে ছিলেন ওই নেতা। অন্যদিকে জেলা সভাপতিকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল কুশমণ্ডি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি-র  সংখ্যালঘু মোর্চার কর্মী সমর্থকরা। থানা ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি-র সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক রাহুল মণ্ডল, সভাপতি নজরুল ইসলাম। এছাড়াও ছিলেন অন্য জেলা নেতৃত্ব।

দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি-র জেলা সভাপতি শুভেন্দু সরকারকে গত সোমবার (১৬ জুলাই) রাতে পুলিশ বালুরঘাটের রঘুনাথপুর থেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বুনিয়াদপুরের প্রাক্তন বিজেপি নেত্রী মৌসুমি মজুমদারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় মৃতের স্বামী বিজেপি-র জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ মোট পাঁচজনের বিরুদ্ধে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১৭ জুলাই তাঁকে গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর আদালতে তুলে তিনদিনের হেপাজতে নেয় পুলিশ। পরবর্তীতে আরও ৬ দিনের পুলিশি হেপাজত হয় ওই নেতার।  ফের তাঁকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে এবার ১৪ দিন জেল হেপাজত দেন বিচারক।
এদিকে  বিনা অনুমতিতে প্রতিবাদ মিছিল করার কারনে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা-র দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত সহ বিজেপি কর্মী বিশ্বজিত সন্ন্যাসী, সুরজ রায়, গুরুপদ শীল, রতন মন্ডল-এর বিরুদ্ধে মামলা রুজু করল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ যে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার গ্রেপ্তারের প্রতিবাদে জেলা জুড়ে আন্দোলন শুরু করে ভারতীয় জনতা যুব মোর্চা-র জেলা নেতৃত্ব। এবং গত ২৪শে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রতিবাদ মিছিল করে। যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক

Advertisement

সেনগুপ্ত-র দাবী মিছিলের মৌখিক অনুমতি ছিল। কিন্তু মিছিলের লিখিত অনুমতি না থাকার জন্য পুলিশ এই মামলা রুজু করেছে বলে বিজেপির দলীয় সূত্রে জানা গেছে। আরও জানা গেছে যে উপরোক্ত ৫ জনের নাম করে তাদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পাশাপাশি মিছিলে সামিল আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে নাম না করে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার ভারতীয় জনতা যুব মোর্চা-র দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতে এই মামলায় জামিনের আবেদন করলে আদালত অভিষেক সেনগুপ্ত-র জামিন মঞ্জুর করে বলে জানা গেছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × five =