জেলা 

মুখ্যমন্ত্রীর ‘ক্লিন দিঘা-গ্রীন দিঘা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করল স্থানীয় প্রশাসন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘাকে ‘ক্লিন দিঘা-গ্রীন দিঘা’ হিসেবে গড়ে তুলতে চান।আর মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে এল ব্লক প্রশাসন।শুক্রবার রামনগর-১ নম্বর ব্লকের উদ্যোগে ‘এমজিএনআরজিএস’ প্রকল্পে দিঘা স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়।রামনগর-১ নম্বর ব্লকের বিডিও অনুপম বাগ বলেন,”রামনগর-১ নম্বর ব্লকের পক্ষ থেকে ‘এমজিএনআরজিএস’ প্রকল্পে দিঘা স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে ৬০০ সুপারি গাছ লাগানো হয়েছে।গাছ শুধু লাগালেই হয় না।সেগুলি যাতে নষ্ট না হয়,তার জন্য আমি স্থানীয় পদিমা-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং দিঘা হাসপাতাল কর্তৃপক্ষকে দেখভালের দায়িত্বও দিয়েছি।”

তাঁর কথায়,”সামাজিক বনসৃজনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।”উপস্থিত ছিলেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার,রামনগর-১ ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র,পদিমা-২ গ্রাম পঞ্চায়েত প্রধান গোপাল পাত্র,জেলা পরিষদ সদস্যা সুরঞ্জনা মাইতি প্রমুখ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − three =