কলকাতা 

দেশের গণতন্ত্র এখন বিকলাঙ্গঃ বিমল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ  পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের বিভিন্নপ্রান্তে যে ধরণের হিংসা ও অশান্তি হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করলেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়। মমতা সরকারের নিযুক্ত রাজ্যের এক সময়ের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্নপ্রান্তে যেধরনের ঘটনা ঘটছে, তাকে গণতন্ত্র নয়, বরং বিকলাঙ্গ গণতন্ত্র বলা যেতে পারে।
মা- মাটি-মানুষ সরকারের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আরও বলেন, ‘ আইনজীবী হিসাবে কাজ করতে গিয়ে অনেক সময় বিবেককে সংযত করে রাখতে হয়েছে। দল বদলো সম্পর্কে তিনি বলেন, দলত্যাগ বিরোধী আইনে স্পীকার শেষ কথা বলে। সেই সুযোগকে কাজে লাগিয়ে অন্যদলের বিধায়কদের দিব্যি দলে নেওয়া হচ্ছে। স্পীকারকে এসম্পর্কে বললেও তিনি কোনও ব্যবস্থাই নেননি। এটা সঠিক গনতন্ত্র নয় বলে মনে করেন তিনি। নাগরিকদের এর বিরুদ্ধে প্রতিবাদ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন তিনি।
প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এর সাংবাদিক সম্মেলন রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিমলবাবুর এই ধরণের বক্তব্য মমতা সরকারকে অনেকটাই বেকায়দায় ফেলে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + eleven =