জেলা 

“বাংলাকে উত্তপ্ত করে , ফায়দা লুঠতে চায় বিজেপি, তাদের এই চক্রান্ত বাংলায় সফল হবে না।”নানুরের সভায় বললেন ফিরহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  বিজেপি এই রাজ্য উত্তপ্ত করে ফায়দা লুঠতে চায় । কিন্ত তাদের এই উদ্দেশ্য কোনদিন সফল হবে না। কারণ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নঢন কর্মযঞ্জ শুরু হয়েছে তা মানুষ সমর্থন করবে তৃণমূলকেই । আজ বীরভূমের নানুরের বাসাপাড়ায় ২০০০ সালের ২৭ জুলাই  সুচপুরে নিহত ১১জন সংখ্যালঘু তৃনমূল কংগ্রেস সমর্থকের স্মৃতিতে আয়োজিত নানুর দিবসে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এ কথা বলেন। তিনি বলেন, বাংলায় সিপিএম এখন নেই। কিন্তু তাদের সমর্থকরা আছে এবং তারা বিজেপিতে আশ্রয় নিয়েছে। তারা রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তি করার চেষ্টা করছে। “বাংলাকে উত্তপ্ত  করে – বাংলাকে ডিসট্রাব করতে হবে, বিজেপি এই পলিশি নিয়েছে। বিজেপির এই চক্রান্ত এই বাংলায় সফল হবে না।”
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “গোরক্ষার নামে মানুষ খুন করছে বিজেপি। বিজেপি আর তাদের আর এস এস হিন্দুদের মনে ধর্মীয় বিদ্বেষ ঢোকাচ্ছে এইসব মেনে নেওয়া হবে না বলে তিনি দাবী করেন। তিনি বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে – বিজেপিকে নয়। তাই শুধু এই রাজ্যের মানুষ নয়, দেশের মানুষ আজ তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে”। এদিনের সমাবেশে রাজ্যের অপর দুই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, আশীষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী সহ দলের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − 8 =