কলকাতা 

বিজেপি-র হাত থেকে দেশকে মুক্ত করতে স্বার্থ-ত্যাগ করতে প্রস্তুত মমতা, প্রধানমন্ত্রী কে হবেন তা এখনই ভাবার অবকাশ নেই বললেন ওমর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শুভা গাঙ্গুলি : বিজেপিকে দিল্লির মসনদ থেকে সরানো একমাত্র লক্ষ্য । আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠক করার পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

আঞ্চলিক দলগুলিকে নিয়ে প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবে তা নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, দেশের স্বার্থে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই সমভাবাপন্ন রাজনৈতিক দলগুলিকে নিয়ে জোট গঠনের ভাবনা। প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিতর্কের জেরে যাতে এই ঐক্য ক্ষুন্ন না হয় তা নিশ্চিত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স এর নেতা ওমর আব্দুল্লাহ সঙ্গে নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি দেশের জন্য স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত বিজেপিকে ক্ষমতাচ্যুত করে ২০১৯ সালে মানুষের জন্য মানুষের সরকার তৈরি হবে বলে তিনি জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চান কিনা সেই প্রশ্নের জবাবে ওমর আবদুল্লাহ জানিয়ে দেন এখনই এই নিয়ে জল্পনার কোন অবকাশ নেই। কারণ এতে জোটের স্বার্থ বিঘ্নিত হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে হবেন তা এখনই ভাবার সময় আসেনি। আগে দিল্লি থেকে বিজেপিকে ক্ষমতা চ্যুত করতে হবে , এটাই আমাদের প্রধান লক্ষ্য। কংগ্রেসকে এই জোটে শামিল করা হবে কিনা সে প্রশ্নের উত্তরে তিনি জানান এই জোটের দরজা বিজেপি বিরোধী সব দলের জন্য খোলা থাকবে। কোন দলেরই এই জোটে শামিল হতে কোনো বাধা নেই।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + eighteen =