প্রচ্ছদ 

“দলে ধান্দাবাজ গোষ্ঠী আছে কে কোথায় যাচ্ছেন, কার সঙ্গে রাতের অন্ধকারে দেখা করছেন, তা সবটাই আমার জানা” : মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলার জনরব কয়েক দিন আগে বলে ছিল প্রশান্ত কিশোর নন , মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে বাংলার রাজনৈতিক পরিস্থিতি বদলে যেতে পারে । তাই মমতা বন্দ্যোপাধ্যায় দেরিতে হলেও মানুষের কাছে গেলেন । আজ বাঁকুড়াতে তিনি দলীয় সভা করেন । সেখানে মানুষের উপস্থিতি তৃণমূল নেত্রী উচ্ছ্বসিত করে তোলে ।

বুধবারের সভা থেকে সরাসরি বিজেপিকে নিশানা করার সঙ্গে সঙ্গে নিজ দলের মধ্যে যারা বিদ্রোহ করার চেষ্টা করছেন কিংবা বিজেপিতে যাওয়ার চেষ্টা বা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তা নিয়ে তীব্র ভাষায় এদিন আক্রমণ করেন । বাঁকুড়ার সভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, “তৃণমূল করতে হলে ত্যাগী হতে হবে।” এরপরই তাঁর চ্যালেঞ্জ, “কেউ কেউ ভাবছেন বাইচান্স ওঁরা ক্ষমতায় চলে আসতে পারেন, তাই ওঁদের সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছেন। তাঁদের জানিয়ে দিচ্ছি, ওঁরা কোনওদিন বাংলায় ক্ষমতায় আসবে না।”

Advertisement

তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে দলনেত্রীর বার্তা, “গোটা রাজ্যে আমিই অবজারভার। নেত্রী নয়, কর্মী হিসেবে।” জনসভার মঞ্চ থেকে তাঁর হুঁশিয়ারি, “কে কোথায় কার সঙ্গে যোগাযোগ রাখছেন, সবটাই আমি জানি। কিন্তু কিছু বলছি না।”

তৃণমূলের একাংশের বিরুদ্ধে আমজনতার ক্ষোভ রয়েছে। সে কথা মাথায় রেখে তৃণমূল নেত্রীর সুকৌশলি বার্তা, “দলের ১০০ শতাংশ ভাল আমি বলব না। কেউ কেউ খারাপ আমি জানি। তাঁদের খারাপ রিপোর্ট পেলেই বলি, আপনাদের কাজ করতে হবে না। দূরে থাকুন। আমরা নতুন নেতা তৈরি করে নেব।” এরপর তৃণমূল থেকে মুখ ফেরানো জনতার উদ্দেশে মমতার আবেদন, “কেউ কেউ খারাপ কাজ করেন। তা বলে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবেন না।”

জনসভা থেকে তাৎপর্যপূর্ণ বার্তা, “কোথায় কে দল দেখবে ভাবার দরকার নেই। কর্মী হিসেবে আমিই রাজ্যে সর্বত্র অবজারভার। কাজের চাপ বেশি পড়ছিল বলে কিছুদিন আলগা দিয়েছিলাম। কিন্তু সরকারি কাজকর্মের মতো দলের উপরও কড়া নজর রাখব।” এরপরই তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, “দলে ধান্দাবাজ গোষ্ঠী আছে। তবে সেটা খুবই কম সংখ্যক। কিন্তু কে কোথায় যাচ্ছেন, কার সঙ্গে রাতের অন্ধকারে দেখা করছেন, তা সবটাই আমার জানা।” দলের নিচুতলার কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনারাও লক্ষ্য রাখুন।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × two =