পঞ্চায়েত সংবাদ 

পঞ্চায়েত ভোটঃ তৃণমূলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারই নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন করে রাজ্যের শাসকদল। এদিন সকাল সাড়ে দশটায় নির্বাচন কমিশনারের সচিব নিলাঞ্জন শান্ডিল্যকে সঙ্গে নিয়ে আদালতে পৌঁছান তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতিরা তাঁদের প্রশ্ন করতেই জানিয়ে দেন, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করতে চান তাঁরা। বিচারপতিরা মামলা গ্রহণ করে জানিয়ে দেন শুনানি হবে সোমবার। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাতে শনিবার মামলার শুনানির বন্দোবস্ত করা হয়। কিন্তু কল্যাণবাবুর সেই আর্জি খারিজ করে বিচারপতিরা জানিয়ে দেন সোমবারই মামলার শুনানি হবে। তার আগে কোনওভাবেই সম্ভব নয়। উল্লেখ্য, সিঙ্গল বেঞ্চও সোমবার পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। ওইদিন মামলার শুনানির উপরই নির্ভর করছে নির্ধারিত সূচী অনুযায়িই পঞ্চায়েত ভোট হবে নাকি পিছোবে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে চারিদিকে অশান্তির অভিযোগে ও নির্বাচন কমিশনের মনোনয়ন জমা দেওয়ার দিনক্ষণ বাড়িয়েও তা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে হাইকোর্টে মামলা করেছিল বিজেপি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 4 =