দেশ 

সংবিধানে হিংসার কোন স্থান নেই, মাওবাদীদের উদ্দেশে রাষ্ট্রপতি কোবিন্দের আহ্বান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সংবিধানে হিংসার কোন স্থান নেই, ছত্তিশগড়ের বস্তার জেলায়, একটি নবনির্মিত হাসপাতাল ভবন জাতির উদ্দেশে উৎসর্গ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, নকশাল বিরোধী অভিযানে যে সব নিরাপত্তা কর্মী শহিদ হয়েছেন, তাদের আত্মবলিদান স্মরণীয় হয়ে থাকবে। মাওবাদী আন্দোলনের ফলে, যে সব যুবা বিপথগামী হয়েছেন, সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য, সরকার ও জনগণ যে উদ্দ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি তার প্রশংসা করেন।

তিনি বলেন, দেশের একটি বিশেষ অংশে বিপথগামী কিছু মানুষ হিংসা ও ভয়ের বাতাবরন সৃষ্টির চেষ্টা করছে, তবে আমাদের সংস্কৃতি , ঐতিহ্য সর্বোপরি সংবিধানে হিংসার কোন স্থান নেই বলে, রাষ্ট্রপতি উল্লেখ করেন। প্রশাসন এবং সমাজের কিছু সংবেদনশীল মানুষ বিপথগামী যুবাদের যে ভাবে আস্থা অর্জন করেছে, রাষ্ট্রপতি তাতে সন্তোষ প্রকাশ করেন। অহিংসা, এবং উন্নয়ন কাজকর্মের সাহায্যে হিংসা ও সন্ত্রাসকে জয় করার জন্য, তাঁরা উদ্যেগ নিয়েছেন বলে, শ্রী কোবিন্দ মন্তব্য করেন। মাও প্রভাবিত এলাকায় কেন্দ্র ও ছত্তিশগড় সরকার সকলের কাছে উন্নয়নকে পৌঁছে দিতে যে উদ্যেগ নিয়েছে রাষ্ট্রপতি তাকে সাধুবাদ জানান।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − 3 =