কলকাতা 

রাজ্যের নাম সব ভাষায় বাংলা করার প্রস্তাব আজ সর্ব সম্মতভাবে বিধানসভায় পাশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের নাম সব ভাষায় বাংলা করার প্রস্তাব আজ বিধানসভায় গৃহীত হয়েছে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ওই প্রস্তাব পেশ করেন। সর্বসম্মতিক্রমে তা বিধানসভায় পাশ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রস্তাবের ওপর আলোচনার শেষে জবাবি  ভাষণে বলেন, বর্তমানে বাংলা, ইংরেজি, হিন্দি- এই তিন ভাষায় রাজ্যের তিন রকম নাম লেখা হয়ে থাকে। বাংলায় রাজ্যের নাম নেখা হয় ‘পশ্চিমবঙ্গ’। ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’। আর হিন্দিতে ‘বাঙ্গাল’। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের একটি নাম নির্দিষ্ট করতে বলা হয়েছে। সেই নামই প্রত্যেক ভাষায় ব্যবহার করা হবে। সেক্ষেত্রে রাজ্যের নাম ‘বাংলা’ রাখার পক্ষেই বিধানসভায় সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আর্জি জানান, রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে রেখে রাজ্যের নাম ‘বাংলা’ রাখতে সবাই যাতে সহমত হয়।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিশ্বে পঞ্চম বৃহত্তম ভাষা ‘বাংলা’। তাই রাজ্যের নাম বদলে ‘বাংলা’ রাখা প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, ২ বছর আগে ২০১৬-র বাদল অধিবেশনের সময়ই তিনি রাজ্যের নাম ‘বাংলা’ রাখার কথা প্রস্তাব করেছিলেন। এই প্রসঙ্গে উড়িষ্যা, বম্বে ও মাদ্রাজের নাম বদলে সর্বসম্মতিক্রমে ওড়িশা, মুম্বই, চেন্নাই করার কথাও তিনি উল্লেখ করেন।রাজ্য বিধানসভায় গৃহীত  এই প্রস্তাব চূড়ান্ত অনুমদনের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হবে।

Advertisement

উল্লেখ্য রাজ্যের নাম বাংলা ,ইংরাজিতে বেঙ্গল ও হিন্দিতে বঙ্গাল করার জন্য আগেই রাজ্য সরকার বিধানসভায় একটি প্রস্তাব গ্রহণ করে কেন্দ্রের কাছে অনুমোদনের জন্য পাঠায়। তার পরিপ্রেক্ষিতে সব ভাষাতেই রাজ্যের নাম একই রাখার পরামর্শ দিয়ে কেন্দ্র সরকার তা রাজ্যের কাছে ফেরত পাঠায় ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × three =