কলকাতা 

পুরসভাগুলিতে কর্মী নিয়োগে স্বচ্ছতা আনতে সার্ভিস কমিশন বিল পাশ বিধানসভায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পুরসভা, পুরনিগম, শিল্প তালুক সহ পুর ও নগরউন্নয়ন দপ্তরের অধীনে থাকা বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সরল করতে রাজ্য সরকার মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন গঠন করেছে। বুধবার বিধানসভায় এই সংক্রান্ত দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বিল ২০১৮ পাশ হয়েছে। বিলের উপরে জবাবী ভাষণে পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, একজন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিকের নেতৃত্বে চারজন সদস্যকে নিয়ে গঠিত এই স্বশাসিত কমিশনের হাতে পুর ও নগরউন্নয়ন দপ্তরে গ্রূপ ডি ছাড়া যে কোন স্তরের কর্মী নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ন ক্ষমতা থাকবে।

যে সব পুরসভা ও পুরনিগম তাদের শূন্যপদে কর্মী নিয়োগের ক্ষেত্রে সাহায্য চাইবে কমিশন তাদের হয়ে নিয়োগ প্রক্রিয়া করবে বলে পুরমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য আগে এই কমিশন কলকাতা পুর নিগমের অধীনে থেকে শুধুমাত্র সেখানে নিয়োগের জন্যে দি কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নামে কাজ করত। পাশাপাশি ইঞ্জিনিয়ার সহ পুরকর্মীদের পদোন্নতির জন্যে পুর আইনে একটি কমন ক্যাডার সিস্টেম চালু করার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে পুরমন্ত্রী জানিয়েছেন। বিলের উপরে আলোচনায় অংশ নিয়ে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য পাহাড়ের পুরসভাগুলির জন্যে এই কমিশনের একটি আঞ্চলিক শাখা তৈরির প্রস্তাব দেন। কংগ্রেসের অসিত মিত্র এই বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর কথা বলেন। পরে ধ্বনিভোটে বিলটি সভায় গৃহীত হয়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 10 =