আন্তর্জাতিক 

ইমরান খানের হাতেই পাকিস্থানের ব্যাটন তুলে দিতে চলেছে সেদেশের নাগরিকরা ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পাকিস্থানের সাধারণ নির্বাচনের ফলাফল বের হতে অপ্রত্যাশিত দেরি হচ্ছে। গতকাল সন্ধে সাতটায় গণনা শুরু হলেও আজ ভোর চারটেয় সাংবাদিক সম্মেলন করে পকিস্থানের নির্বাচন কমিশন জানিয়েছেন চূড়ান্ত ফলাফল বের হতে আরও কিছু সময় লাগবে। এদিকে জানা গেছে গণনা শুরুর পর থেকেই তেহরিকে ইনসাফ পার্টির নেতা পাকিস্থান দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান এগিয়ে রয়েছেন। সেই সঙ্গে তার দলও শতাধিক আসনে ভাল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। তুলনায় অন্য রাজনৈতিক দলগুলি অনেক কম আসনে এগিয়ে আছে। তাই ভোট গণনার  প্রবনতা লক্ষ্য করলে এটা স্পষ্ট যে ইমরান খান এবার পাকিস্থানের নিয়ন্ত্রয়ক শক্তি হয়ে উঠতে চলেছেন।

জানা গছে, পকিস্থান ন্যাশনাল অ্যাসম্বলীতে মোট ২৭২ টি আসন, জিততে হলে কম করে ১৩৭ টি আসন পেতে হবে । ইমরান খানের দল এগিয়ে রয়েছে ১১৩ টি আসনে , এরপরেই রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল, পাকিস্থান মুসলিম লীগ । তারা এগিয়ে রয়েছে ৬৬ আসনে । পাকিস্থানের পিপলস পার্টি এগিয়ে রয়েছে ৩৯ আসনে। ভোটের প্রাথমিক প্রবনতা অনুযায়ী পাকিস্থানে সরকার গড়তে চলেছেন ইমরান খান। মনে করা হচ্ছে ১৩৭ টি আসন যদি ইমরানের দল না পায় সেক্ষেত্রে ছোট বা আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে ইমরান খানের অসুবিধা হবে না।  আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে পাকিস্তানের ফলাফল। কে হবেন প্রধানমন্ত্রী? মিলবে সেই প্রশ্নের উত্তর।

Advertisement

পাকিস্থানের ৭১ বছরের ইতিহাসে ইমরান খান দ্বিতীয় ব্যক্তি যিনি অসামরিক নাগরিক হিসেবে সেদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। ইতিমধ্যেই ইমরান খানের দলের পক্ষ থেকে পাকিস্থানের সমস্ত নাগরিককে অভিনন্দন জানানো হয়েছে। বলা হয়েছে পাকিস্থানের প্রধানমন্ত্রীর পদে ইমরানের আসীন শুধুমাত্র সময়ে অপেক্ষা। যদিও নির্বাচন কমিশন ফলাফল এখনও ঘোষনা করেনি তবু তারাই যে জিতবে এ নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে পাকিস্থান মুসলিম লীগ ও পাকিস্থান পিপলস পার্টি অভিযোগ করেছে, এই নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হয়নি। রিগিং করে একটি দলকে জেতানোর চেষ্টা করা হয়েছে। এই ফলাফল আমরা মানি না।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × one =