পূর্ত দপ্তরের কাজে নজরদারী করতে রাজ্য সরকারের অভিনব উদ্যোগ, হোয়াটস অ্যাপে সরাসরি অভিযোগও জানাতে পারবে আম জনতা
শুভা গাঙ্গুলি : তিলোত্তমা কলকাতায় এখনও বহু পুরনো বাড়ি জীর্ণ অবস্থায় থাকায় নিত্যনৈমিত্তিক তা ভেঙে পড়ার খবর পেয়ে থাকি। কয়েকদিন আগেই শিয়ালদার বৈঠকখানা বাজারে জরাজীর্ণ একটি বাড়ি ভেঙে মৃত্যুর খবরও প্রায় সকলেরই জানা।
এবার সেই বেহাল রাস্তা, ভগ্নপ্রায় বাড়ি ও সেতুর অবস্থা নিয়ে সরাসরি রাজ্যের পূর্ত দপ্তরের কাছে অভিযোগ জানাতে একটি হোয়াটস আপ নম্বর চালু হয়েছে। 9073362000 এই নম্বরে মেসেজ পাঠিয়ে ছবি সহ খারাপ রাস্তা , সেতু , সরকারি ভবন সম্পর্কে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে সারানোর আবেদনও করতে পারবেন। কোথাও পূর্ত দপ্তরের কাজের মান নিয়ে অভিযোগ থাকলে তাও জানানো যাবে। কর্মীদের কাজে গাফিলতি বা খারাপ নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগও করা যাবে। পূর্ত দপ্তরের কাজের বিষয়ে কোন প্রশ্ন বা পরামর্শও এই নম্বরে সরাসরি জানানো যাবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।