দেশ 

মরাঠা ক্রান্তি মোর্চার ডাকা বনধকে ঘিরে অগ্নিগর্ভ মুম্বই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : চাকরিতে সংরক্ষণের দাবিতে মঙ্গলবার মরাঠাদের ডাকা বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মহারাষ্ট্র। তার প্রতিবাদেই বুধবার বন্‌ধের ডাক দেয় মরাঠা ক্রান্তি মোর্চা নামে সংগঠনটি। মুম্বই, ঠানে এবং নবী মুম্বইয়ে বন্‌ধের ভালোই প্রভাব পড়েছে। মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন এখনও ঠিকঠাক চলছে। মরাঠা ক্রান্তি মোর্চার ডাকা  রাজ্যবাপী বন্ধে অগ্নিগর্ভ হয়ে উঠে মুম্বই। ঠানে এবং নবী মুম্বইয়ে বাস লক্ষ করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এর ফলে মুম্বইয়ে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেস্ট।

যে কোনো রকমের প্রতিবাদ, বিক্ষোভ আটকানোর জন্য বিভিন্ন স্টেশনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল থেকে নবী মুম্বইয়ে দোকানপাট খোলেনি। বন্ধ রয়েছে অটো চলাচলও। তবে বন্‌ধের আওতা থেকে স্কুল এবং কলেজগুলিকে বাইরে রাখা হয়েছে ।সরকারি চাকরি এবং শিক্ষায় সংরক্ষণের ব্যাপারে বেশ কয়েক বছর ধরেই আন্দোলন করে চলেছে মরাঠা ক্রান্তি মোর্চা। সংরক্ষণের ব্যবস্থা না করায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং রাজ্য সরকারেরও সমালোচনা করা হয়েছে।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven − 1 =