দেশ 

বিহারে দলের খারাপ ফলের জন্য নেতৃত্বকে দায়ী করে ফের বিস্ফোরক মন্তব্য কপিল সিব্বলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিহারে দলের খারাপ ফলের জন্য নেতৃত্বকে দায়ী করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন কপিল সিব্বল ।বিহারের এমন ফলের পরে ফের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন সিব্বল। একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সাংগঠনিক, সংবাদমাধ্যমে মুখ খোলা, যাঁদের কথা মানুষ শুনতে চায়, তাঁদের তুলে আনা, সক্রিয় নেতাদের কাজে লাগানোর মতো বিভিন্ন ক্ষেত্রে আমাদের নানা সংস্কারের কাজ করতে হবে।’’ নেতৃত্বের গা ছাড়া মনোভাবের সমালোচনা করে তিনি বলেন, ‘‘দলের মধ্যে এমন একটা মনোভাব, যেন কিছুই হয়নি।’’ একাধিক রাজ্যের উপনির্বাচনেও আশানুরূপ ফল নেই কংগ্রেসের। এ নিয়ে মুখ খুলে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সিব্বল বলেন, ‘‘যে সব রাজ্যে বিকল্প হিসেবে মানুষ আমাদের চাইছেন, আমরা তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারিনি।’’

এই প্রেক্ষিতেই সংস্কার ও পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন সিব্বল। তিনি বলেন, ‘‘অন্তর্তদন্ত, আলোচনা-পর্যালোচনার আর কোনও জায়গা নেই। কংগ্রেসকে সাহসী হতে হবে।’’

সিব্বলের যুক্তি, ‘‘দলে কোনও আলোচনা নেই, আলোচনার চেষ্টা পর্যন্ত নেই। তা হলে আমার মতামত জানাব কোথায়? তাই বাধ্য হয়ে সর্বসমক্ষেই মুখ খুলতে হয়।’’ বিজেপি-যোগের সম্ভাবনা ফের উড়িয়ে দিয়ে সিব্বল বলেন, ‘‘আমি আদ্যোপান্ত কংগ্রেসম্যান এবং সেটাই থাকব। তবে আশা করব, কংগ্রেস তার ক্ষমতার বিকল্প উৎস সন্ধান করবে।’’

Advertisement

কংগ্রেস নিয়ে সিব্বলের পর্যবেক্ষণ, ‘‘কংগ্রেসের এখন আর সেই আগের মতো ক্ষমতা নেই। এখন আর এমন অবস্থা নেই যে, অন্যরাই দলের কাছে আসবে। তাই কংগ্রেসকেই সবার কাছে যেতে হবে। আমাদের জোটের প্রয়োজন।’’ এই অবস্থা থেকে উত্তরণে সিব্বলের পরামর্শ, ‘‘আগে আমাদের পর্যালোচনা করতে হবে, অভিজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে। যাঁরা বোঝেন, দেশের কী অবস্থা, তাঁদের মতামত নিতে হবে।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × two =