কলকাতা 

গান স্যালুট সম্মানে কেওড়াতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে কেওড়াতলা মহাশ্মশানে দাহ করা হয় আজ সন্ধ্যায় । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো গান সাল্যুট দিয়ে এই মহান অভিনেতাকে সম্মান জানানো হয় । তারপরেই পঞ্চভূতে বিলীন হয়ে যান সৌমিত্র চট্টোপাধ্যায় । কোভিড মহামারি থাকা সত্ত্বে তাঁর শেষ যাত্রায় ছিল মানুষের ঢল ।

সৌমিত্র চট্টোপাধ্যায় প্রায় ৪০ দিন বেলভিউ নাসিংহোমে ভর্তি থাকার পর আজ রবিবার বেলা ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গে বেলভিউ-এ ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন বেলা ২টা নাগাদ বেলভিউ থেকে সৌমিত্রের লাশ বের করে নিয়ে যাওয়া হয় গলফগ্রিণের বাড়িতে , সেখান টেকনিশায় স্টুডিও , সেখান থেকে রবীন্দ্র সদনে বেলা সাড়ে তিনটেয় আনা হয় । দুঘন্টা পর সাড়ে ৫টা নাগাদ রবীন্দ্র সদন থেকে শেষ যাত্রা শুরু হয় ।  পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেব, রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তীও। গান গাইলেন ইন্দ্রনীল সেন, অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে তাঁরই লেখা কবিতা পাঠ করলেন কৌশিক সেন।

Advertisement

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই গান স্যালুটে শ্রদ্ধা জ্ঞাপন করা হল সৌমিত্র চট্টোপাধ্যায়কে । রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শেষকৃত্য। গান স্যালুটের সময় কান্নায় ভেঙে পড়লেন মেয়ে পৌলমী বসু।

৬টা বেজে ৪৫ মিনিটে দেওয়া হল গান স্যালুট। এরপরই রীতি মেনে শুরু শেষকৃত্যের কাজ। সন্ধে ৭টা নাগাদ পঞ্চভূতে বিলীন হলেন কিংবদন্তী শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়।

 

এদিন এই কিংবদন্তী অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় বলেছেন , তাঁর চলে যাওয়ায় যে শুন্যস্থান তৈরি হল তা কোনো দিন পূরণ হবে । তাঁর মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 2 =