Featured Video Play Iconজেলা 

দূর্গানগর ঘোষবাগান শিশু উদ্যান উন্নয়ন সমিতির কালী পুজোর ‘বর্ণবৈষম্য’ থিম সকলের প্রশংসা পেয়েছে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

স্মৃতি সামন্ত :  উত্তর ২৪ পরগণার দূর্গানগর ঘোষবাগান শিশু উদ্যান উন্নয়ন সমিতির উদ্যোগে কালী পুজো অনুষ্ঠিত হয় । এই কালীপুজোর মধ্যে এক অভিনবত্ব রাখা হয়। তা বর্ণবৈষম্যের বিরোধী মন্ডপ সজ্জায় রাখা হয় থিম । আজকের সমাজে যা অতীব গুরুত্বপূর্ণ । মন্ডপটি তৈরি করেছেন শ্রী পিঙ্কু বিশ্বাস । মায়ের রূপ ‘ভবতারিণী’।

বর্ণবৈষম্য বিরোধী প্রচারকে জোরদার করার লক্ষেই কালীপুজোর মন্ডপের থিম হিসাবে এটা বেছে নেওয়া হয়েছে । এই পুজোর উদ্বোধন করেন  এলাকারন কাউন্সিলার শ্রীমতী রিঙ্কু দত্ত । পুজো কমিটির সভাপতি শ্রীযুক্ত আশুতোষ বিশ্বাস , সহ-সবাপতি শ্রী সঞ্জীব কুমার বিশ্বাস , কোষাধ্যাক্ষ শ্রীযুক্ত সঞ্জীব মজুমদার , বিশেষ উদ্যোক্তা শ্যীযুক্ত দেবাশিষ ভাওয়াল, পিঙ্কু বিশ্বাস , কপিল বিশ্বাস প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − nine =