আন্তর্জাতিক 

গোহারা হওয়ার পরেও ট্রাম্পের সমর্থকরা রাস্তায় নেমে‘‘উই ওয়ান্ট ট্রাম্প! উই ওয়ান্ট ট্রাম্প!’’ শ্লোগান দেওয়ায় বিশ্বের দরবারে অস্বস্তিতে আমেরিকা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি হারবেন না । তিনি হারলেও গদি ছাড়বেন । আমেরিকার মতো সুপার দেশের একজন রাষ্ট্রপতির মুৃখে এই ধরনের কথা শূনে সবাই অবাক হয়েছিলেন । কিন্ত ভোটের ফলাফল সামনে আসার পর তিনি দাবি করেন পুনরায় ভোট গণনার তার সেই দাবি মেনে ভোট গোনার পর দেখা গেল তিনি গোহারা হেরেছেন । জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট । এই অবস্থায় হার মেনে নেওয়াটা গণতন্ত্রের পক্ষে স্বস্তিজনক। কিন্ত ট্রাম্প এখনো তা মানতে নারাজ । এবার রাস্তায় নামলেন ট্রাম্পের সমর্থকরা ।

শনিবারই ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে রাস্তার দু’ধারে জমা হওয়া হাজার হাজার সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে দেখা গিয়েছে। তাঁরাও ট্রাম্পকে দেখে উচ্ছ্বসিত। শূন্যে মুঠো ছুড়ে চিৎকার করে সমর্থন জানিয়েছেন। মোবাইলে ছবি তুলেছেন। একাধিক পোস্টার দেখা গিয়েছে, যেখানে লেখা ছিল ‘বেস্ট প্রেসিডেন্ট এভার’, ‘স্টপ দ্য স্টিল’, ‘ট্রাম্প ২০২০: কিপ আমেরিকা গ্রেট’, ‘নো মোর বুলশিট’-এর মতো স্লোগান। পতাকা উড়িয়ে জনতা ট্রাম্পের প্রতি সমর্থন দেখিয়েছেন। হাজার হাজার জনতার কণ্ঠে শোনা গিয়েছে, ‘‘উই ওয়ান্ট ট্রাম্প! উই ওয়ান্ট ট্রাম্প!’’, কিংবা ‘ফোর মোর ইয়ার্স, ফোর মোর ইয়ার্স’-এর মতো স্লোগান।’ শুক্রবারই আমেরিকার নির্বাচন পরিচালন সংস্থার পক্ষে ফেডেরাল এবং স্টেট অফিশিয়ালরা জানিয়েছিলেন, এই নির্বাচন ‘‘দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন।’’ এবং, রিগিং বা ভোট কারচুপির কোনও প্রশ্নই ওঠে না।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × five =