জেলা 

‘খারাপ সময়ে শুভেন্দুকে অবশ্যই পাশে পাবেন ,১৯ নভেম্বর ফের মুখ খুলবো ’ বললেন শুভেন্দু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী । তবে দলনেত্রীর বিরুদ্ধে একটা কথা বলেননি । আজ শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে কালীপুজো উদ্বোধন করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন ,‘‘রামনগর নিয়ে বলার জন্য অনেকে বলেছিলেন। কিন্তু যা বলতে হয়, তা করতে নেই। আর যা করতে হয়, তা বলতে নেই।’’ এর পরেই শুভেন্দু ঘোষণা করেন, ‘‘আগামী ১৯ নভেম্বর আমার একটি মেগা শো আছে রামনগরের আর এস ময়দানে। সমবায় সপ্তাহ নিয়ে। ওখানে অনেক সময় পাব। তখন বলব। বলার সুযোগও পাব।”

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর ‘নন্দীগ্রাম দিবস’-এ তৃণমূলের সভার আগেই দলের ব্যানার ছাড়া একটি ‘অরাজনৈতিক’ সমাবেশ করেছিলেন শুভেন্দু। তারপর ওই দিন বিকেলে পাল্টা সভা করে তৃণমূল কংগ্রেস । সেখানে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করা হয় । তাতেও কোনো ভাবে দমে যাননি শুভেন্দু । বরং এরপর তিনি মন্ত্রীসভার বৈঠকে যোগ দেননি । এরপরেই ভোট-কুশলী প্রশান্ত কিশোর শুভেন্দুর সঙ্গে কথা বলতে কাঁথি যান । কিন্ত ওই দিন শুভেন্দু ছিলেন না , তবে তাঁর বাবা শিশির অধিকারীর সঙ্গে কথা হয় । রাতের খাবার ওখানেই খান প্রশান্ত কিশোর । ফোনে কথা বলেন শুভেন্দুর সঙ্গে । তাতেও বরফ গলেনি । এর দুদিন না কাটতে কাটতেই আজ রামনগরে ফের বিস্ফোরক মন্তব্য করলেন শূভেন্দু । এবার টার্গেট অখিল গিরি ।
শনিবার দুপুরে রামনগরের বন্ধুমহল ক্লাবের কালীপুজোর উদ্বোধনে যান শুভেন্দু। উদ্বোধন মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আমি ভাল সময়ে কম আসি। তবে খারাপ সময়ে শুভেন্দুকে অবশ্যই পাশে পাবেন।’’ বাম আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘এখন তো বড় পোস্টে আছি। রুলিং পার্টি ইত্যাদি। আগে সবাই ডাকত না। এখন সবাই ডাকে। একটা সময় রামনগরে লুকিয়ে, প্রকাশ্যে বহু কষ্টে হাজির থেকেছি। তখন বামশাসন ছিল। তা-ও সব সময় এলাকায় ঘুরে বেড়িয়েছি। তবে তখন অনেক বাহাদুরকে দেখা যায়নি!’’ স্থানীয় তৃণমূলের একাংশের বক্তব্য, ওই ‘কটাক্ষ’ শুভেন্দু করেছেন অখিলকে লক্ষ্য করেই।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × four =