দেশ 

মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন না নীতিশ , এনডিএ-র বৈঠক রবিবার , কে হবেন নীতিশের স্থলাভিষিক্ত ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চিরাগ পাশোয়ান নয় , বিজেপির আচরণেই বিরক্ত নীতিশ কুমার । তিনি আর বিহারের দায়িত্ব নিতে চাইছেন না। স্পষ্ট হয়ে গেছে , বিজেপি তাকে পরিকল্পিত মাফিক হারিয়েছে । তাই এই মন্ত্রীসভার মুখ হলে তিনি নিজের সিদ্ধান্ত মতো কিছু করতে পারবেন না , অথচ দায়িত্বটা তাঁর কাঁধেই থাকবে । এই সব সাত-পাঁচ ভেবে নীতিশ সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তিনি আর মুখ্যমন্ত্রী হবেন না ।

তবে এনডিএ জোটের সভাপতি তিনি হতে পারেন বলে সূত্রের খবর । এই সিদ্ধান্ত নেওয়ার জন্য রবিবার ১৫ নভেম্বর নীতিশ কুমারের বাসভবনে জোটের নেতাদের বৈঠক ডাকা হয়েছে । সেই বৈঠকেই ঠিক রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ? নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকেন না থাকেন তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই বিহার সরকার পড়ে যাবে । নীতিশের দল ভেঙে যাবে । একটাংশ চলে যাবে সরাসরি তেজস্বী যাদবের দিকে । ফলে বিজেপি বিহারে ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ।

Advertisement

বিহারের মসনদে কি সুশাসন বাবু নীতীশ কুমারই বসছেন, নাকি বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা জানা যাবে রবিবার। ১৫ নভেম্বর বৈঠকে বসে মুখ্যমন্ত্রী কে হবেন তা চূড়ান্ত করবে এনডিএ জোটের শরিকরা। সেদিনই ঠিক হবে সরকার গঠনের প্রক্রিয়া। সূত্রের খবর, নীতীশকেই পরিষদীয় নেতা হিসাবে বেছে নিতে চলছে জোটসঙ্গীরা। তবে মুখ্যমন্ত্রীও তিনি হবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সেটাও তৈরি করেছেন নীতীশ নিজেই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − 10 =