দেশ 

বিহারে উলাট পূরাণ নীতিশ মুখ্যমন্ত্রী হতে রাজি নন , তেজস্বী যাদব সরকার গড়তে পারে ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিহারে সরকার গড়ার ক্ষেত্রে যথেষ্ট সংখ্যক বিধায়ক থাকা সত্ত্বে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে চাইছেন না বলে খবর পাওয়া গেছে । কারণ তিনি ‘পুতুল’ মুখ্যমন্ত্রী হবেন না বলে ঘনিষ্ঠ মহলে বলেছেন । বিগত ১৫ বছর ধরে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী আছেন । কিন্ত কোনো সময়ই তাঁর স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠেনি । তিনি বিজেপির সঙ্গে থাকলে বিহারে কোনো সময়ই বিজেপির আদর্শকে তিনি কার্যকর করতে চাননি । বরং নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বিজেপির সঙ্গে থেকেও অটুট রাখতে সক্ষম হয়েছেন নীতিশ কুমার । বিহারের মেয়েদের স্বশক্তিকরণে নীতিশ কুমারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে ।

কিন্ত এবারের বিধানসভা নির্বাচনে বিরোধীদের কাছ থেকে নয় , স্বয়ং শরিক দল বিজেপি পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে । চিরাগ পাশোয়ানকে মাঠে নামিয়ে নীতিশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করার চেষ্টা করে গেছে বিজেপি । আর সেই কাজে সফল হয়েছে বিজেপি । এই প্রথম বিহারের রাজনীতিতে এনডিএ জোটের বড় শরিক হিসাবে আত্মপ্রকাশ করেছে বিজেপি । নীতিশের দল তৃতীয় স্থানে চলে গেছে । এই বিজেপির কথা মতো জোটের মুখ্যমন্ত্রী হলে নীতিশ কুমারের ক্ষমতা কতটা থাকবে তা নিয়ে সন্দেহ আছে । তাই শোনা যাচ্ছে নীতিশ কুমার চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন না । তিনি এবার রাজনীতি থেকে অবসর নিতে চাইছেন বলে শোনা যাচ্ছে । তবে একথা ঠিক নীতিশ কুমার এই সময় রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করলে তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে ।

Advertisement

কিন্ত তিনি যদি বিজেপির কথা মতো মুখ্যমন্ত্রী পদে বসেন , আর পরে বিজেপির নীতির সঙ্গে আপোষ করতে না পেরে জোট ছেড়ে বেরিয়ে আসেন তাহলে তখন নীতিশের ভাবমূর্তি বলে কিছু থাকবে না । কারণ বিজেপির ক্ষমতার স্বাদ পেলেই তা কার্যকর করতে উঠে পড়ে লেগে যায় । নীতিশ কুমারকেও বিজেপি এবার ব্যবহার করবে নিজেদের স্বার্থেই । এসব সাত-পাঁচ ভেবে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে চাইছেন না বলে জানা গেছে । তবে বিজেপির নেতারা তাঁকে মুখ্যমন্ত্রী হতে অনুরোধ করেছেন ।

এরপরেও যদি কোনো কারণে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী না হন তাহলে তেজস্বী যাদব সরকার গড়তে পারে । কারণ নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন না একথাটা ঘোষনা হয়ে গেলেই জেডি(ইউ) দল ভেঙে যাবে । একটাংশ তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করে সরকার গড়তে তৎপর হবে । কারণ জেডি(ইউ) বড় অংশ বিজেপির সঙ্গে থাকতে চাইছে না ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − 10 =