কলকাতা 

বিহারের সাফল্যে উজ্জীবিত মিম , পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন লড়বে জানালেন আসাদউদ্দিন ওয়াইসি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে এবার লড়াই করতে আসছে মিম । আজ হায়দ্রবাদ থেকে একথা ঘোষণা করেছেন এআইএমআইএম প্রধান ব্যারিষ্টার আসাদউদ্দিন ওয়াইসি ।  বিহারে ২০টি আসনে প্রার্থী দিয়ে ৫টি আসন পেয়েছে মিম । আর সেই সঙ্গে ১৫ আসনে মহাজোটের প্রার্থীদের হারিয়ে দিয়েছে । এরফলে বিহার বিধানসভা নির্বাচনের অল্প ভোটের ব্যবধানে হেরে গেছে মহাজোট । মিম ভোট না কাটলে বিশাল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসত মহাজোট ।

আর বিহারের সাফল্যে উজ্জীবিত আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন ,  ‘‘বাংলায় আসছে এআইএমআইএম’’। ওয়েইসির দলকে বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করেছে কংগ্রেস। ভোট কাটা পার্টি বলে বিঁধেছেন লোকসভার কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। অধীরকে নিশানা করে ওয়েইসি পাল্টা বলেছেন, ‘‘…অধীর চৌধুরীকে জবাব দিতে হবে, ওঁর কেন্দ্রে মুসলিমদের করুণ অবস্থা কেন। ওঁকে বলতে হবে, উনি মুসলিমদের জন্য কী করেছেন’’।

Advertisement

অভিযোগের পাল্টা ওয়েইসি এদিন বলেছেন, ‘‘তাহলে কী আমরা ভোটে লড়ব না! আপনারা (কংগ্রেস) শিবসেনার সঙ্গে মহারাষ্ট্রে সরকার গড়লেন…আমি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশে লড়ব। দেশের অন্যান্য প্রান্তের নির্বাচনেও লড়ব…ভোটে লড়ার জন্য কি অন্য কারও থেকে অনুমতি নিতে হবে নাকি’’।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − twelve =