কলকাতা 

মাধ্যমিক -উচ্চমাধ্যমিকের এবার টেস্ট পরীক্ষা হবে না ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা হবে না । তারা সরাসরি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন । অর্থাৎ যারা ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে টেস্ট পরীক্ষায় বসতে হবে না । কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই এবার টেস্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দফতর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এবার সরাসরি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বসবেন পরীক্ষার্থীরা।

মার্চ মাস থেকে স্কুল বন্ধ। অনলাইনে কিছু কিছু ক্লাস হলেও গ্রামেগঞ্জে ইন্টারনেট পরিষেবা দুর্বল এবং অনেকের স্মার্টফোন নেই, তাই অনেকেই সেই ক্লাস করতে পারেনি। ফলে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন।

Advertisement

এদিকে বাঙালির বড় উৎসব শেষ। এরপর কালীপুজো, ভাইফোঁটা। অন্যান্য বছর এরপরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয় যায় স্কুলগুলিতে। কিন্তু এবার তা কবে হবে বা আদৌ হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। একই সঙ্গে আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময়মতো কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন রাজ্যের কয়েক লক্ষ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

আসলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাশ তেমন ভাবে এবার স্কুলগুলিতে হয়নি । অনলাইনের মাধ্যমে ক্লাশ হলেও তা পর্যাপ্ত ছিল না । ফলে টেস্ট পরীক্ষা করা সম্ভব নয় । অন্যদিকে , মাধ্যমিক -উচ্চমাধ্যমিক পরীক্ষা সময় মতো হবে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে । মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণার পর একটা অনিশ্চয়তা কাটল বলে মনে করা হচ্ছে । তবে বিশেষজ্ঞদের আশংকা উৎসবের মরসুম শেষ হওয়ার পরেই করোনা সংক্রমণ অনেকটাই বাড়তে পারে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − four =