কলকাতা 

মমতাজ সংঘমিত্রাকেই রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করল রাজ্য সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ বলে পরিচিত এবং প্রাক্তন সাংসদ বিশিষ্ট চিকিৎসক মমতাজ সংঘমিত্রাকে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করা হয়েছে । কমিশন তৈরি হওয়ার পর এই প্রথম কোনো বাঙালি মুসলিম মহিলাকে চেয়ারম্যান পদে বসানো হল । সংবিধানিক এই প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম । কমিশনের চেয়ারম্যান হিসাবে রাজ্যের সংখ্যালঘুদের প্রতি কোথাও বঞ্চনা , অবহেলা হলে বা সংখ্যালঘু বলে কোথাও নির্যাতন হলে তাতে সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন চেয়ারম্যান ।

এহেন একটি গুরুত্বপূর্ণ পদে বাঙালি মুসলিম সমাজের বিশিষ্ট চিকিৎসক মমতাজ সংঘমিত্রাকে বসানোয় বাঙালি মুসলিম সমাজ তথা সংখ্যালঘু সমাজে খুশি হাওয়া বয়ে গেছে । গতকালই তিনি নিয়োগপত্র পেয়েছেন । আজ দুপুরেই তিনি কমিশনের দফতরে গিয়ে দায়িত্ব ভার গ্রহণ করেছেন । এক টেলিফোন সাক্ষাৎকার মমতাজ সংঘমিত্রা বলেছেন , তিনি কাজটা বুঝবেন । সরকার যে দায়িত্ব তাঁর উপর দিয়েছে তা নিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন । একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 + twenty =