দেশ 

বিহারে মহাজোটের জয়যাত্রাকে আটকে দিল মিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ভারতে থাকলে বিজেপি জিততে অসুবিধা হবে না । এ কথাটা বহুবার রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন । আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির বিরোধিতা করলেও তা আসলে ছদ্মবেশ বিরোধিতা বলা যেতে পারে । আজ বিহার বিধানসভা নির্বাচনে ফলাফল বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হবে যে একমাত্র আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির জয়ের নেপথ্যে রয়েছেন ।

বিহার ভোটের ফলাফলে দেখা মুসলিম প্রধান এলাকাগুলিতে কংগ্রেস ভাল ফল করবে বলে আশা করেছিল । কিন্ত দুঃখের হলেও আসাদউদ্দিন ওয়াইসির দলের প্রার্থীরা নিজেরা জিততে তো পারেননি । উপরন্ত বিরোধী প্রার্থীদের হারিয়ে বিজেপির জয়ের পথ সুগম করে দিয়েছে । একথা স্পষ্টভাবে বলা যায় , আসাদউদ্দিন আসলে মোদী একান্ত ভক্ত , চিরাগ পাশোয়ান ঘোষিত ভক্ত , ওয়াইসি ছদ্মবেশী ভক্ত । ভক্তের কাজ করে চলেছেন । এর রকম অনেক ভক্ত আমাদের বাংলা তো আছে । বিজেপি একটি রাজনৈতিক দল জিততে পারে । কিন্ত সে এমন একটি দল যে মুসলিমদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে । তাই সে দলের সুবিধা হোক এমন কাজ যারা করেন তারা আসলে মুসলিম সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে । মিম বিহারে করল । এর ফলে যা হবে তাতে হয়তো বিজেপি আরও ৫ বছর বিহারে রাজ করবে ।

Advertisement

আসাদউদ্দিন ওয়াইসিরা হায়দ্রাবাদ থেকে আসবেন । ভোট পাখি হয়ে । ভোট হয়ে যাওয়ার বিহারের মুসলমানদের অবস্থা দেখতে মিম আর আসবে না । কিষাণগঞ্জের মতো ৭০ শতাংশ মুসলিম ভোটার থাকা সত্ত্বে সেখানে বিজেপি প্রার্থী ভাল ভোটের ব্যবধানে এগিয়ে । শুধু তাই নয় বেশ কয়েকটি আসন কম করে ৪০ টি আসন বিরোধী প্রার্থীরা হেরেছে শুধু মিমের জন্য ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × two =