দেশ 

বিহার বিধানসভা নির্বাচনে বামেদের সাফল্য নজর কেড়েছে দেশবাসীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২৫ বছর পর আবার বিহারে স্বমহিমায় ফিরে এলো বামেরা । বাম-কংগ্রেস-আরজেডি জোট করে এবার ভোটে লড়াই করেছিল ।  ভোট গণনার প্রবণতায় দেখা যাচ্ছে বামেরা ভাল অবস্থানে আছে । মোট ২৯টি আসনে প্রার্থী দিয়ে তারা ১৮টি আসনে এগিয়ে রয়েছে । আনুপাতিক হারে তারা কংগ্রেসের চেয়েও অনেকটাই এগিয়ে ।

এ বারের বিধানসভা ভোটে বিহারের ২৪৩টি আসনের মধ্যে তিন বাম দল লড়েছিল ২৯টিতে। সিপিআই (এমএল) ১৯, সিপিআই ৬ এবং সিপিএম ৪টিতে। গণনার প্রবণতা বলছে এর মধ্যে সিপিআই (এমএল) ১২ এবং অন্য দুই বাম দল ৩টি করে আসনে জিততে পারে। অর্থাৎ মোট ১৮টি।

Advertisement

অন্য দিকে, ‘মহাগঠবন্ধন’-এর মেজ শরিক কংগ্রেস ৭০টি কেন্দ্রে লড়ে মাত্র ২০টিতে এগিয়ে রয়েছে। তেজস্বী যাদবের আরজেডি ১৪৪টি কেন্দ্রে প্রার্থী দিয়ে এগিয়ে রয়েছে ৭২টিতে। অর্থাৎ দুই দলের আসনই গত বারের চেয়ে কমতে চলেছে। অন্য দিকে, ২০১৫ সালের ভোটে সিপিআই (এমএল) মাত্র ৩টি আসনে জিতেছিল। সিপিআই এবং সিপিএমের ঝুলি ছিল শূন্য।

১৯৯৫ সালের বিধানসভা ভোটে তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের জনতা দলের সঙ্গে জোট বেঁধে অবিভক্ত বিহারের ৩২৪টি বিধানসভা আসনের মধ্যে সিপিআই ২৬ এবং সিপিএম ৬টি কেন্দ্রে জিতেছিল। আলাদা লড়ে সিপিআই (এমএল) জিতেছিল ৬টিতে। এতদিন পর্যন্ত সেটাই বিহারে বামেদের সবচেয়ে ভাল ফলের নজির। তার পর থেকে সেখানে ধারাবাহিক ভাবে সিপিআই এবং সিপিএমের আসন কমেছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − twelve =