দেশ 

বিজেপি জোট জিতলে নীতিশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিল বিজেপি ; মিম ভোট কেটে ৪০ আসনে হারিয়েছে মহাজোটকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিহারের চূড়ান্ত ফল প্রকাশ হতে এখনও অনেক দেরি আছে । তবে ভোট গণনার প্রবণতায় অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ জোট । লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে । মিম ভোট কেটে কম করে ৪০টি আসনে বিজেপির সুবিধা করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে । এমনকি কিষাণগজ্ঞের মতো মুসলিম প্রধান এলাকায় মিম প্রার্থী ভোট কেটে বিজেপির জয়কে সহজ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে ।

তবে ভোট গণনার প্রবণতাকে সামনে রাখলে এটা স্পষ্ট বিজেপির শক্তি অনেকটাই বেড়েছে ।উল্টো দিকে নীতিশ কুমারের দলের ক্ষমতা অনেকটাই কমে গেছে । তার দলের প্রার্থীরা জিততে অনেকে হেরে গেছেন । ফলে বিধানসভায় শক্তি কমেছে নীতিশের । তা সত্ত্বে নীতিশকেই মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেবে বিজেপি বলে এখনই জানিয়ে দিয়েছে । কারণ মহারাষ্ট্র থেকে শিক্ষা নিয়েছে বিজেপি । যদি কোনো কারণে নীতিশকে মুখ্যমন্ত্রী না মানেন তাহলে নীতিশ হয়তো মহাজোটে যোগ দিতে পারেন । সেক্ষেত্রে মহাজোট সরকার গড়ার জায়গায় পৌছে যাবে ।

Advertisement

তাই আগে ভাগে বিজেপির পক্ষ থেকে নীতিশকে মেনে নেওয়ার কথা বলা হয়েছে ।

বিকেলের দিকে সাংবাদিক বৈঠকে স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন ওঠে। কিন্তু সঞ্জয়ের স্পষ্ট বক্তব্য, ‘‘ভোটের অনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। আমি দীর্ঘ দিন ধরেই বলে আসছি, নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে সরকার গঠন করবে এনডিএ।’’

 দলের নিচু তলার একাংশ থেকে দাবি উঠেছে, যে হেতু জোটে বিজেপির আসন বেশি, তাই তাঁদের দল থেকেই মুখ্যমন্ত্রী করা হোক। তাঁদের মধ্যে অন্যতম বিহারের তফসিলি মোর্চার সভাপতি অজিত চৌধরি। তিনি বলেন, ‘‘বিধানসভা নির্বাচনে বিজেপি অনেক বেশি আসন পাচ্ছে। তাই আমাদের দল থেকেই মুখ্যমন্ত্রী হওয়া উচিত।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − four =