কলকাতা 

তৃণমূলে বিদ্রোহ , উত্তরবঙ্গে মিহির গোস্বামী , দক্ষিণে সিঙ্গুরের ‘মাষ্টার মশাই ‘ টালমাটাল মমতার সাম্রাজ্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সকালটা আর তৃণমূলের রইল না । খুব সকালে বিদ্রোহ করলেন সিঙ্গুরের মাষ্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য । তিনি বলেছেন , সিঙ্গুরে তৃণমূলের যে কমিটি তৈরি করা হয়েছে তা বাতিল না করা হলে তিনি দল ছাড়বেন । রীতিমত হুঙ্কার দিয়ে সিঙ্গুরের জনপ্রিয় তৃণমূল বিধায়ক বলেছেন , যাদেরকে নিয়ে কমিটি গড়া হয়েছে তাদের সঙ্গে মানুষের কোনো যোগাযোগ নেই । এরা সবাই দূনীর্তিগ্রস্থ , এদের সঙ্গে চলা সম্ভব নয় । এরপরেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন , এই কমিটি বাতিল না করা হলে তিনি দলত্যাগ করবেন ।

এরপরেই বিধায়কের ঘনিষ্ঠরা বৈঠকে বসেন । তারা আগামী দিনে কী কর্মসূচি নেয় তা পরে জানানো হবে সিঙ্গুরের বিধায়ক অনুগামীদের কাছ থেকে খবর পাওয়া গেছে ।  অন্যদিকে কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী ৯দিন চুপচাপ থাকার পর আজ সরাসরি দলের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন । তিনি বলেছেন , তৃণমূলের সঙ্গে সব সর্ম্পক আমিও আগেই ত্যাগ করেছিলাম তা বহাল থাকবে । তৃণমূলে ফিরে যাওয়ার কোনো বিষয় । তবে আগামী দিনে কোন রাজনীতি করব কিনা তা পরে সিদ্ধান্ত । তিনি আরও বলেন , কলকাতার রাজনীতিবিদরা  উত্তরবঙ্গের প্রতি বিতৃষ্ণা মানসিকতা সব সময় দেখিয়েছি ।

Advertisement

কোন দলে যোগ দিচ্ছেন ? এই প্রশ্নের উত্তরে মিহির গোস্বামী সাংবাদিকদের বলেছেন , কংগ্রেসসহ একাধিক দল থেকে প্রস্তাব এসেছে , তিনি সেই সব প্রস্তাব নিয়ে অনুগামীদের সঙ্গে আলোচনা করবেন তারপর সিদ্ধান্ত জানাবেন । আর এক প্রশ্নের উত্তরে কোচবিহারের বিধায়ক জানিয়েছেন , শুভেন্দু অধিকারীর পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক । সেই সর্ম্পক এখনও থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × two =