জেলা 

‘২০২১শে বিজেপি সহ কংগ্রেস, সিপিএম অর্থাৎ বিরোধীরা ধুয়ে মুছে যাবে ;মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোন বিকল্প নেই’ : ইদ্রিশ আলি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

পশ্চিমবঙ্গ তূনমুল কংগ্রেসের নিদের্শে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের পরিচালনায় আজ ৯ নভেম্বর সোমবার ‘ বাউরিয়ার ফোট’ গ্লোষ্টার সংলগ্ন স্কুল প্রাঙ্গণে এক বিশাল জনসভা অনুষ্টিত হয়।উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন হাওড়া গ্রামীন জেলার সুযোগ্য সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া লোকসভার সাংসদ সাজদা আহমেদ, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।সভাপতিত্ব করেন এবং ভাষন দেন , উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক শ্রী অভয় দাস, অন্যতম প্রশাসক আব্বাসউদ্দীন খাঁন ।

বিধায়ক পুলক রায় তাঁর ভাষণে বলেন, ২০২১শে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আবার জিতবে ।মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃতীয় বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই ।তূনমুল কংগ্রেসের নেতা কর্মীদের তিনি বলেন , মমতা ব্যানার্জির আদর্শ মেনে সততার সাথে সকলকে চলতে হবে ।বিধায়ক পুলক রায় আরও বলেন, বিজেপি শুধু ধর্মে ধর্মে লড়াই শেখাতে জানে, কোন উন্নয়ন তারা করেনি ।তাই আমাদের বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে ।মমতা ব্যানার্জির সন্মানকে সুরক্ষিত করতে হবে ।বাংলার মানুষ মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে ভোট দেবে ।তিনিই সর্বময় কত্রী’ , তিনি যা করবেন সেটাই চুড়ান্ত ।

Advertisement


সাংসদ সাজদা আহমেদ তাঁর সংক্ষিপ্ত ভাষণে তূনমুল কংগ্রেসের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান ।তিনি আরও বলেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ।বাংলার মানুষ তার পরিশ্রমের দাম নিশ্চয়ই দেবেন ।
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোন বিকল্প নেই ।তাঁর উন্নয়ন যেমন যুবশ্রী, রুপশ্রী, কন্যাশ্রী, পথশ্রী ইত্যাদি প্রায় আশিটি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার কোন না কোন সুবিধা পেয়েছে ।পশ্চিমবঙ্গের মানুষের মনে তাঁর প্রতি শ্রদ্ধা অপরিসীম।বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো প্রতিবাদী কন্ঠ নির্ভয়ে মাথা উঁচু করে উন্নয়ন করা ভারতবর্ষে তথা বিশ্বে বিরল।কন্যাশ্রী প্রকল্প বিশ্বে সাড়া ফেলে দিয়েছে ।বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন, বাউরিয়ার সভাস্থলের কাছে বিজেপির নেতা সাংসদ অজু’ন সিং উন্নয়নের কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা, মিথ্যে অসত্য কথা বলে নিজেকে বিভীষণের পরিচয় দিয়ে গেছেন ।তিনি যে ডাকাতের সর্দার তার প্রমান দেখিয়ে এখানে তলোয়ার বের করে দেখিয়েছেন।তূনমুল কংগ্রেস তথা মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দয়ায় খেয়ে দেয়ে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বত’মানে বেইমানের পরিচয় দিচ্ছেন ।

বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে কোন লাগাম নাই, যা খুশি তাই বলে যাচ্ছেন ।ওদের দলের আর এক নেতা সায়ন্তন বসু, পাগল ছাগলের মতো ভাষা ব্যবহার করছেন ।তাই পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ঘৃনা করে ।সামনে ২০২১শে বিজেপি সহ কংগ্রেস, সিপিএম অর্থাৎ বিরোধীরা ধুয়ে মুছে যাবে ।মমতা ব্যানার্জি তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এই বাস্তবটা লিখে অনেকের বাড়িতে ছবি টাঙ্গিয়ে রেখেছেন।বিধায়ক ইদ্রিশ আলি সকলকে এবং বিশেষ করে বুথ স্তরের কর্মীদের বলেন, আপনারই দলের প্রকৃত সম্পদ।আপনারা ঘরে ঘরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কথা পৌঁছে দিন ।তূনমুল কংগ্রেসের সমস্ত নেতা কর্মীদের দলের নীতি মেনে নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পরার আহ্বান জানান ।


সভাপতির ভাষণে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোন বিভেদ নেই ।তিনি আরও বলেন হাওড়া জেলা (গ্রামীন )সভাপতি বিধায়ক পুলক রায়ের সঙ্গে পরামর্শ করে এবং ইদ্রিশ আলি সহ সকলকে নিয়ে আমরা সকলে একসঙ্গে কাজ করে যাব ।তূনমুল কংগ্রেসের জয় হবেই হবে ।আমরা সাংসদ সাজদা আহমেদকে নিয়ে এবং পৌরসভা এবং পঞ্চায়েতের সকল নেতা কর্মীদের নিয়ে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিশাল জয় আনবো।
উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক শ্রী অভয় দাস, অন্যতম প্রশাসক আব্বাসউদ্দীন খাঁন উলুবেড়িয়া পৌরসভার কি কি উন্নয়ন করেছেন তার ব্যাখ্যা দেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,অন্যতম প্রশাসক আকবর সেখ, বাদশা মিদ্দে, সেখ সেলিম, ইনামুর রহমান,শুক্লা ঘোষ, রঞ্জন ঘোষ , সুরজিত দাস,  হাসিবুর রহমান প্রমুখ ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 4 =