দেশ 

সংখ্যালঘু ছাত্রীদের পড়াশোনার জন্য মৌলানা আজাদ স্কলারশিপ ১৫ শতাংশ বৃদ্ধি করল কেন্দ্রের বিজেপি সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শুভা গাঙ্গুলি :  কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মেয়েদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি করার জন্য এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এক ধাক্কায় সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের স্কলারশিপ প্রদানের জন্য অর্থ ১৫ শতাংশ বৃদ্ধি করেছে। মৌলানা আজাদ ফাউন্ডেশন এবং তার সহযোগী সংস্থা বেগম হযরত মহল ন্যাশনাল স্কলারশিপের অর্থ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক। দপ্তরের সচিব রিজওয়ানুর রহমান জানিয়েছেন, ২০১৭-১৮ সালে এই প্রকল্পে মোট ৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক লক্ষ ১৫ হাজার ছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছিল। এ বছর বরাদ্দকৃত অর্থ বাড়িয়ে ৯০ কোটি টাকা করা হয়েছে । এই প্রকল্পের আওতায় নবম-দশম শ্রেনির ছাত্রীদের বছরে ৫ হাজার টাকা । আর একাদশ-দ্বাদশ শ্রেনির ছাত্রীদের বছরে ৬ হাজার টাকা বৃত্তি হিসেবে দেওয়া হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 5 =