জেলা 

মালদা জেলাতে নবান্ন অভিযানের প্রস্তুতি সভার আগেই রাজ্যসভার সাংসদ মৌসম বেনজীর নুরের সকাশে মইদুল ইসলামরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বানে আগামি ১১ ই জানুয়ারী ২০২১ তারিখে চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের নায্য অধিকার আদায়ে নবান্ন অভিযানের সমর্থনে আজ মালদা জেলাতে প্রস্তূতি মিটিং হয় । সেই মিটিং-এর আগে মঞ্চের নেতারা দেখা করেন মালদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও রাজ্যসভার সাংসদ মৌসম বেনজীর নূরের সঙ্গে । একই সঙ্গে মালদার প্রখ্যাত এবং কিংবদন্তী জননেতা  সম্মানীয় এবিএ গনি খান চৌধুরির কোতোয়ালীর বাড়িতেও যান নেতারা৷সেখানে রাজ্যসভার সাংসদ এবং চৌধুরী পরিবারের সদস্যা মৌসম বেনজির নুরের সাথে দেখা করেন একই সঙ্গে সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলেন মইদুল ইসলামরা৷


রবিবার সকালে রাজ্যসভার সাংসদ মৌসম বেনজীর নূরের সঙ্গে মঞ্চের প্রতিনিধিদের নিম্নলিখিত বিষয়ে আলোচনা হয় :
১. শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কিছু ওল্ড মালদার পৌরসভার শিক্ষিকার বেতন অর্ধেক কেটে নিয়েছিল পুরসভার চেয়ারম্যান৷ গতবছর আমরা সেই দাবিতে ওল্ড মালদা পৌরসভার চেয়ারম্যানকে ঘেরাও করেছিলাম ৷সেখানে চেয়ারম্যান ও তার গুন্ডাবাহিনী আমাদের বেধড়ক মারধর করেছিল৷ সেই সময় মৌসম বেনজির নুর ইতিবাচক ভুমিকা নিয়েছিলেন এবং শিক্ষিকাদের দাবি মেনে নিয়েছিলেন এবং তা পূরণ করেছিলেন৷ফলে সংগঠনের পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় ।
২. গত ২১ সেপ্টেম্বর আমাদের সংগঠনের ১০ জন মাদ্রাসার শিক্ষককে সল্টলেকে ধর্মীয় পরিচয়ের কারনে গেষ্ট হাউস থেকে বের করে দেওয়া হয়৷  সংগঠনের পক্ষ থেকে ব্যাপক আন্দোলন সংগঠিত হয়৷ সেসময় মুখ্যমন্ত্রী ও সাংসদ মৌসম বেনজীর নুর ইতিবাচক ভূমিকা নেয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার হয়৷ তাই সেই ঘটনার বিষয়ে  মঞ্চের প্রতিনিধিরা সাংসদের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামী দিনে আরও সহযোগিতা কামনা করা হয় ।

Advertisement


৩. সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের পেশাগত দাবির বিষয়টা সাংসদকে মঞ্চের পক্ষে থেকে জানানো হয় ৷একইসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু বিষয়টা নিয়ে তাঁর মাধ্যমে আলোচনা করে সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এবং পেশাগত দাবিতে নবান্ন অভিযানের সমর্থনে আগামি ৯ই ডিসেম্বর মালদা জেলাশাসকের দপ্তর অভিযানের কথা বলা ও হয়েছে৷

আজকের প্রতিনিধি দলে ছিলেন SSK/MSK/AS মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা, পার্শ্বশিক্ষক,শিক্ষাবন্ধুদের,বৃত্তিমুলক শিক্ষক ও প্রশিক্ষক,কম্পিউটার শিক্ষক,স্পেশাল এডুকেটর, শিক্ষামিত্র, ম্যানেজমেন্ট স্টাফ সহ সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের নেতৃত্ব


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 − 4 =