দেশ 

গোদী মিডিয়াও বলছে তেজস্বীই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন , বাংলার জনরব বলছে , বিহারে কোনো হাড্ডাহাড্ডি নয় , এক তরফা জিতবে মহাজোট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  পশ্চিমবাংলার তথাকথিত সংবাদ মাধ্যমের মধ্যে আমাদের বাংলার জনরব নিউজ পোর্টাল সর্বপ্রথম জানিয়ে দিয়েছিল বিহারে ক্ষমতায় আসছে মহাজোট । বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন তেজস্বী যাদব । আমাদের এই দাবি নিয়ে বাংলার অনেক নিউজ পোর্টাল কটাক্ষ করেছিল । তারা দাবি করেছিল বিহারে বিজেপি জোট ক্ষমতায় আসতে চলেছে । অনেক বিশেষজ্ঞ আবার আজ সকাল পর্যন্ত দাবি করছিলেন মিম মুসলিম ভোট কেটে তেজস্বীর যাত্রাভঙ্গ করতে পারে । আমরা স্পষ্ট বলছি কোনো মিমকে ভোট দেবে না বিহারবাসী । কারণ এটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই । মুসলিমদের শুধু নিরাপত্তা নয় , তাদের জান-মালের হেফাজতের প্রশ্ন , তাদের অস্তিত্বের প্রশ্ন । সেখানে তারা তেজস্বী যাদবকেই ভোট দেবে । অনেকেই আমাদের কথা বিশ্বাস করতে পারেননি । কিন্ত আজ গোদী মিডিয়াও বলতে বাধ্য হয়েছে যে বিহারে ক্ষমতায় আসছে তেজস্বী যাদব । কয়েকটি এগজিট পোলের নমুনা তুলে ধরা হল :-

টাইমস নাও-সি ভোটারের এগজিট পোল অনুযায়ী, বিহারে এনডিএ পেতে পারে ১১৬টি আসন, মহাজোট পেতে পারে ১২০টি আসন, এলজেপি ১টি আসন পেতে পারে। অন্যরা পেতে পারে ৬টি আসন।

Advertisement

ইন্ডিয়া টুডে’র এগজিট পোল বলছে  এনডিএ পেতে পারে ১১২টি আসন। মহাজোট পেতে পারে ১১০টি আসন।

রিপাবলিক টিভি-জন কি বাত এগজিট পোল অনুযায়ী, এনডিএ-র ঝুলিতে থাকবে ৯১-১১৭টি আসন। মহাজোটের হাতে থাকতে পারে ১১৮-১৩৮টি আসন, এলজেপি জিততে পারে ৫-৮টি আসন। অন্য়রা জিততে পারে ৩-৬টি আসনে।

টিভি নাইন ভারতবর্ষের এগজিট পোল অনুযায়ী, এনডিএ পেতে পারে ১১৬টি আসন, মহাজোট পেতে পারে ১২০টি আসন, এলজেপি পেতে পারে ১টি আসন, অন্য়রা পেতে পারে ৬টি আসন।আগামী ১০ নভেম্বর বিহারে ভোটগণনা। এগজিট পোলের ফলাফল আদতে মেলে কিনা সেটাই দেখার।

আজই শেষ হয়েছে তৃতীয় দফার নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন বিহারে ভোট পড়েছে ৫৫.২২ শতাংশ

তবে বাংলার জনরব স্পষ্ট জানাচ্ছে , বিহারের নির্বাচনে মহাজোট ১৫০-এর কাছাকাছি আসন পাবে । কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না । প্রথম থেকেই এক তরফাভাবে জয়ী হবে আরজেডি-কংগ্রেস-বামেদের জোট । কোনোভাবেই চিরাগ পাশোয়ান কিংবা আসাদউদ্দিন ওয়াইসি দাগ কাটতে পারবে না বিহারে । কারণ বিহারের ভোট জনতার কাছে চ্যালেঞ্জ হিসাবে আত্মপ্রকাশ করেছে । বিহারের ফলাফল পাল্টে দেবে ভারতের রাজনীতির সমীকরণ । এখান থেকেই বিজেপির পতন শুরু হবে । একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে দু একবার ভোটে জেতা যায় বারবার যায় না । বিহার তা প্রমাণ করে দেবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + sixteen =