জেলা 

১১ জানুয়ারি নবান্ন অভিযান সফল করার লক্ষ্যে শনিবার কান্দিতে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রস্তত্তি সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার মূর্শিদাবাদের কান্দিতে নবান্ন অভিযান সফল করার লক্ষ্যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয় । এই সভায় কান্দি মহকুমার বিভিন্ন এলাকা থেকে শিক্ষক-শিক্ষিকারা যোগ দেন ।

প্রসঙ্গত উল্লেখ্য , আগামী ১১ জানুয়ারি ২০২১ সমকাজে সমবেতনের দাবিতে এসএসকে , এমএসকে , আন-এডেড মাদ্রাসার শিক্ষক  ও পৌরসভা , পার্শ্ব-শিক্ষক , শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ , কমপিউটার শিক্ষক , বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষক , স্পেশাল এডুকেটর , শিক্ষামিত্র , আংশিক শিক্ষক ও চুক্তিভিত্তিক কর্মীদের বঞ্চনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ।

Advertisement

সেই অভিযান সফল করার লক্ষ্যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলাম এখন জেলা সফর করছেন । তিনি মূর্শিদাবাদ জেলার বিভিন্ন মহকুমায় প্রস্তত্তি বৈঠক করেছেন । এই সভাতে বহু শিক্ষক যোগ দিয়েছেন । মইদুল ইসলাম বলেন , আগামী ১১ জানুয়ারি নবান্ন অভিযানকে কেন্দ্র করে সমগ্র বাংলার শিক্ষক সমাজ জেগে উঠবে । এমন আন্দোলন হবে যা ইতিহাস রচনা করবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + eighteen =