কলকাতা 

যোগীর রাজ্যে মেয়ের শ্লীলতাহানীর প্রতিবাদ করতে গিয়ে বাবাকে পিটিয়ে মারল দুস্কৃতিরা , চাঞ্চল্য রাজ্যজুড়ে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের যোগী রাজ্যে একের এক নারী নির্যাতন বেড়েই চলেছে । হাথরস কান্ডের রেশ কাটতে না কাটতেই এবার মেয়ের শ্লীলতাহানী প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল বাবার । পিটিয়ে খুন করা হল বাবাকে । এই ঘটনায় ফের যোগী রাজ্য শিরোনামে এসে গেল । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দেওরিয়া জেলার ইকুয়ানা থানা এলাকায়।

জানা গিয়েছে, ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটি বাড়ি ফেরার সময় রাস্তায় তাকে হেনস্তা করে এলাকারই একটি ছেলে। বাড়ি ফিরে গোটা ঘটনাটি পরিবারের লোককে জানাতেই, রেগে যান মেয়েটির বাবা। এরপরই বাড়ি থেকে বেরিয়ে সোজা অভিযুক্তের বাড়ি যান। প্রকাশ্যেই তাকে চড় মারেন। এরপরই পালটা ওই ব্যক্তির উপর চড়াও হয় অভিযুক্ত যুবকটি। বন্ধুদের ডেকে নিয়ে আসে। বাঁশ–লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় মেয়েটির বাবাকে। এভাবে গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি।

Advertisement

তাঁকে গোরক্ষপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে আবার লখনউয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু ওই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই ব্যক্তি। ইতিমধ্যে আটজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দু’‌জনকে গ্রেপ্তারও করা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 − 5 =