দেশ 

দেশের সুশাসিত রাজ্যের তালিকায় প্রথম বাম-শাসিত কেরল,চরম সামাজিক –অর্থনৈতিক বৈষম্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে, সমীক্ষায় প্রকাশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ভারতের  সবচেয়ে সুশাসিত রাজ্যের ফের স্বীকৃতি পেল বামশাসিত । ২০১৬ সাল থেকে এই নিয়ে পর পর তিনবার কেরল রাজ্য সুশাসিত রাজ্যের শিরোপা পেল। উল্লেখ্য ,বেঙ্গালুরুর সংস্থা পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার (পিএসি) এই সংক্রান্ত একটি তালিকা  প্রতিবছর প্রকাশ করে থাকে। পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স নামক সেই তালিকায় একদম শীর্ষে রয়েছে কেরল।  এরপর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে  তামিলনাড়ু, তেলঙ্গানা এবং কর্নাটক।এই তালিকায় অনেক নীচেই রয়েছে বিজেপির দখলে থাকা রাজ্যগুলি।

উল্লেখ্য, সুশাসনের নিরিখে প্রথমে চারটে স্থানে থাকা কোনো রাজ্যই বিজেপিশাসিত নয়। বিজেপি শাসিত প্রথম রাজ্য হিসেবে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে গুজরাত। এই তালিকায় সব থেকে নীচে রয়েছে বিজেপি শাসিত তিন রাজ্য মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহার। বিজেপি শাসিত এই রাজ্যগুলিতে প্রবলভাবে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য রয়েছে বলে এই সংস্থার তরফ থেকে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে। তবে ছোট রাজ্যগুলির মধ্যে প্রথমে রয়েছে বিজেপি শাসিত হিমাচল প্রদেশ।হিমাচলের পরে রয়েছে গোয়া, মিজোরাম, সিকিম এবং ত্রিপুরা ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × five =