কলকাতা 

‘দিদির একমাত্র লক্ষ্য আগামী বার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো , এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে তারা পরিবারবাদ চান না বিকাশবাদ’ : অমিত শাহ  

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ ক্ষমতা দিয়েছেন , তিনি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি , একবার মোদীজিকে সুযোগ দিন সোনার বাংলা গড়ে দেব  আজ শুক্রবার দুদিনের বাংলা সফরের শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

এদিন তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করেন, ২০২১ এর বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। সঙ্গে তাঁর দাবি, বাংলায় তোষণের রাজনীতি চলছে। একই আইনের তিন রকম ব্যাখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে।

Advertisement

অমিত শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে প্রশাসনিক অবক্ষয়ের নতুন যুগের সূচনা হয়েছে। উনি প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ করেছেন। রাজনীতির অপরাধীকরণ করেছেন। আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। সম্ভবত আর কোনও রাজ্যে তিনটি জিনিস একসঙ্গে ঘটেনি। এর মধ্যে একটাও কোথাও ঘটে থাকলে রাজ্যের পতনের জন্য তা দায়ী থাকত। এখানে তিনটে জিনিই মমতাদি খুব সফল ভাবে চালু করেছেন। করোনা ও আমফানের ত্রাণেও তৃণমূল দুর্নীতি করতে ছাড়েনি’।

শাহের দাবি, ‘তোষণের ফলে বাংলার বিপুল অংশের জনগণের মনে তাঁরা দ্বিতীয় শ্রেণির নাগরিক কি না সেই প্রশ্ন জাগতে শুরু করেছে। তোষণ এমন জায়গায় পৌঁছেছে যে বাংলায় তিন রকমের আইন চালু হয়েছে। এক ধরণের আইন নিজের ভাইপোর জন্য। আরেক ধরণের আইন ভোটব্যাঙ্কের জন্য। আর সাধারণ মানুষের জন্য আলাদা’।

এদিন পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে অমিত শাহ আহ্বান করেন, ‘আপনারা কংগ্রেস, কমিউনিস্ট ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার সুযোগ দিয়েছেন বিজেপিকে একবার সুযোগ দিন। ৫ বছরে সোনার বাংলা গড়ে দেখাবো। আমাদের লক্ষ্য খুব নির্দিষ্ট, বাংলায় বিকাশ হোক। সীমান্ত সুরক্ষিত হোক। বাংলায় অনুপ্রবেশ বন্ধ হোক। দিদির একমাত্র লক্ষ্য আগামী বার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে তারা পরিবারবাদ চান না বিকাশবাদ’।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − six =