Featured Video Play Iconকলকাতা 

পথপশুদের চিকিৎসার সুবিধার্থে ইসিজি মেশিন কেনার জন্য এক স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৫ হাজার টাকা অনুদান দিলেন নাপরাজিত মুখোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন রাজ্যের প্রাক্তন ডিজিপি এবং মানবাধিকার কমিশনের সদস্য নাপরাজিত মুখোপাধ্যায় । আজ তিনি পথপশুদের জন্য কাজ করেন এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা ASHARI Foundation কে ইসিজি মেশিন কেনার জন্য ২৫ হাজার টাকা দান করেছেন  ।

নাপরাজিত মুখোপাধ্যায় বলেন , এই সংস্থাটি বহুদিন ধরে পথপশুদের উপর কাজ করছে, এরা ভালো কাজ করে । কয়েক মাস আগে একটি বিশেষ প্রয়োজনে আমি সংস্থায় গিয়েছিলাম । সেখানে আমার সঙ্গে পরিচয় হয় এই স্বেচ্ছাসেবী সংস্থার সিইও তুষার রায়ের সঙ্গে । কথাবার্তা প্রসঙ্গে আমি জানতে পারি এরা পথপশুদের চিকিৎসা করার সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে থাকেন। এর মধ্যে একটা হল ইসিজি মেশিন না থাকার কারণে পথপশুদের চিকিৎসার ক্ষেত্রে অসুবিধা হয় । আমি এদেরকে প্রতিশ্রুতি দিই , এদেরকে একটা ইসিজি মেশিন কেনার জন্য অনুদান দেব ।

Advertisement

সেই প্রতিশ্রুতি আজ আমি রাখতে নিজে খুব খুশি হয়েছি বলে প্রবীণ এই আমলা মন্তব্য করেন । তিনি আরও বলেন এই স্বেচ্ছাসেবী সংস্থার আরও উন্নতি আমি কামনা করছি বলে মন্তব্য করেন নাপরাজিত মুখোপাধ্যায় ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − seven =