Featured Video Play Iconকলকাতা 

আমি রাজনীতির ‘র’ বুঝি না, আমার একটাই পার্টি – মিউজিক পার্টি : অজয় চক্রবর্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

স্মৃতি সামন্ত : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসেছেন। শুক্রবার তার কর্মসূচির অন্যতম ছিল পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে আসায় খুশি পণ্ডিত অজয় চক্রবর্তী। অবশ্য এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা ইতিমধ্যেই চলছে। অজয় চক্রবর্তী কি বিজেপিতে যোগ দিচ্ছেন এমন প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। যে জল্পনা চলছে তা নিজে থেকেই স্পষ্ট করলেন এই সংগীতশিল্পী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় চক্রবর্তী বলেন তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। তার একটাই পার্টি, মিউজিক পার্টি। গানই তাঁর ধ্যানজ্ঞান। নিজের ক্ষমতার মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যেটুকু আপ্যায়ন করতে পেরেছেন তাতেই সন্তুষ্ট তিনি। অজয় চক্রবর্তী বলেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তিনি শুরু করেছিলেন।

Advertisement

তিনি আপ্রাণ চেষ্টা করেছেন নিজের এই শিক্ষাকে আরো অনেকের মধ্যে ছড়িয়ে দিতে। সেই তাইতো আজও তিনি পালন করে চলেছেন নিজের সঙ্গীতের শিক্ষাঙ্গনে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে শুভেচ্ছা জানাতে আসা টাকার কাছে যথেষ্ট আনন্দেরর ও গর্বের বলে জানান তিনি। তার গান এদিন স্বরাষ্ট্রমন্ত্রী শুনেছেন বলেও জানিয়েছেন এই বিখ্যাত সঙ্গীত শিল্পী। সাক্ষাতে পিছনে কোন রাজনৈতিক বিষয় নেই, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি দুজনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 5 =