জেলা 

‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। বাংলায় দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে বিজেপি’’ : অমিত শাহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি দাবি করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । তিনি আজ বৃহস্পতিবার বাকুঁড়ার রবীন্দ্র ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন । সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। বাংলায় দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে বিজেপি।’’

মমতা সরকারকে আক্রমণ করে শাহ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন। উনি ভয় পেয়েছেন বলেই বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছেন না।’’ অমিতের দাবি, কেন্দ্র কৃষকদের জন্য যে ৬ হাজার টাকা করে দিচ্ছে কিংবা গরিব পরিবারের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা চালু করেছে তার সুবিধা পাচ্ছেন না বাংলার মানুষ। রাজ্য সরকার অন্তত ৮০টি কেন্দ্রীয় প্রকল্পে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন অমিত। এদিন তিনি বাঁকুড়া শহরের এক আদিবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজ করেন অমিত শাহ সহ বিজেপির নেতারা ।

বৃহস্পতিবার রাতেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরবেন অমিত। শুক্রবার সকালে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা তাঁর। এর পরে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে (ইজেডসিসি) দুই ২৪ পরগনা, কলকাতা ও হাওড়া জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve + eight =