জেলা 

চোপড়ায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে জখম ২

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত হল উত্তরবঙ্গ।  উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুরে শনিবার সাত সকালে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে বেশকিছুক্ষণ ধরে গুলি ও বোমাবাজি হয়। ঘটনায় দুই তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এদিন সকাল বেলায় চোপড়ার লক্ষ্মীপুর পঞ্চায়েতের দলীয় প্রার্থী লতিফুর রহমানের ভাই কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে যাচ্ছিলেন মিটিং করতে। অভিযোগ, সেই সময়েই লক্ষ্মীপুর বাজারে কয়েকজন কংগ্রেস কর্মী তাদের যেতে বাধা দেয়। এর পরেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। শেষ পর্যন্ত তা সংঘর্ষে পরিণত হয়। ঘটনায় বোমাবাজি ও গুলি চলে। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি মোটর সাইকেলেও। ঘটনায় দুই তৃণমূল কংগ্রেস সমর্থক গুরুতর জখম হয়েছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই ঘটনা ঘটেছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − nine =